কলকাতা: দরকারে অদরকারে পেরেক দেওয়ালে কম বেশি অনেকেই লাগিয়ে থাকি! কিন্তু মুশকিল হল না জেনে ভুল দেওয়ালে পেরেক লাগানো। বাস্তু মতে ঘরের সব দেওয়ালে পেরেক লাগানো ঠিক নয়!
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির পূর্ব দিকের দেওয়ালে পেরেক লাগানো উচিত নয়! এতে বাড়িতে নেতিবাচক বা নেগেটিভ এনার্জি প্রবেশ করে! রাহুর দশা দেখা দিতে পারে! যা বাড়ির প্রত্যেক সদস্যের জন্য খারাপ! তবে বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে পেরেক লাগানো শুভ! দক্ষিণ দিককে যমের দিক বলা হয়! এই দেওয়ালে পেরেক পুঁতলে অকাল মৃত্যুর ঝুঁকি এড়ানো যায়! শরীর সুস্থ থাকে! তাছাড়া, বাড়ির রান্না ঘরের উত্তর দিকের দেওয়ালে পেরেক লাগানো শুভ বলে মনে করা হয়! এই দিকে পেরেক থাকলে বাড়িতে কখনও অভাব আসে না! কিন্তু ভুলেও, বেডরুমে পেরেক লাগানো উচিত নয়! এতে বিবাহিত জীবনে খারাপ প্রভাব পড়ে! আবার জীবনে সাফল্য, টাকা পয়সার উন্নতি চাইলে করতে পারেন এই কাজ! দুটো পেরেক নিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে গেঁথে দিন! এটা করলে সাফল্য, টাকা, সুখে ভরে যাবে আপনার জীবন।