কলকাতা: শনির বিপরীত গতিকে অশুভ মনে করা হয়। এই সময়ে কয়েকটা রাশির জাতকদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। ঝামেলায় ফেলতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও। আইনি বিবাদ এবং পারিবারিক বিরোধে জড়িয়ে পড়ার সম্ভাবনাও প্রবল।
কুম্ভ রাশি : কুম্ভ রাশির জাতকদের জন্য শনির এই অবস্থান অশুভ প্রভাব আনতে পারে। শারীরিক ও মানসিক সমস্যা আসতে পারে। সময়টা কঠিন হবে। কাজের অবনতি হতে পারে। বসের রাগ বাড়তে পারে। এক নয়, একাধিক অসুবিধার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতকরা।
মকর রাশি : এই রাশির জাতক জাতিকাদের উপর শনির বিপরীত গতি নেতিবাচক প্রভাব আনতে পারে। আর্থিক ক্ষতি হবে, ব্যবসায়ীদেরও সমস্যায় পড়তে হতে পারে। স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই সময়ে খুব সতর্ক থাকতে হবে। তাহলেই এড়াতে পারবেন বিপদ।
বৃষ রাশি : এই রাশির জাতকদের জন্য শনির অবস্থান খুবই অশুভ বলে মনে করা হচ্ছে। শনির বিপরীত গতি এদের কাজে প্রভাব ফেলবে। জীবনে অনেক উত্থান-পতন আসবে। চাকুরিজীবীদের চাপে পড়তে হতে পারে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই সময় অনেক চ্যালেঞ্জে ফেস করতে হবে।