মা আসছেন, পুজোর আর ১০০ দিন বাকি! জেনে নিন এই বছর মহালয়া থেকে দশমীর দিনক্ষণ

কলকাতা: বছরভর বাঙালি অপেক্ষায় থাকে দুর্গাপুজোর। ফের ভেসে এল দুর্গাপুজোর গন্ধ। মা আসছেন৷ হাতে আম মোটে ১০০ দিন। দেখে নিন এ বছরের পুজোর দিনক্ষণ৷ সেই…

কলকাতা: বছরভর বাঙালি অপেক্ষায় থাকে দুর্গাপুজোর। ফের ভেসে এল দুর্গাপুজোর গন্ধ। মা আসছেন৷ হাতে আম মোটে ১০০ দিন। দেখে নিন এ বছরের পুজোর দিনক্ষণ৷ সেই মতো সেরে ফেলুন পুজো প্ল্যানিং৷

 

২০২৪ সালে মহালয়া পড়েছে ২ অক্টোবর (১৫ আশ্বিন) বুধবার৷ মহাপঞ্চমী ৮ অক্টোবর (২১ আশ্বিন) মঙ্গলবার, মহাষষ্ঠী ৯ অক্টোবর (২২ আশ্বিন) বুধবার, মহাসপ্তমী – ১০ অক্টোবর (২৩ আশ্বিন) বৃহস্পতিবার,
মহাষ্টমী ১১ অক্টোবর (২৪ আশ্বিন) শুক্রবার, মহানবমী ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার এবং
মহাদশমী পড়েছে ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার৷ উল্লেখ্য, পঞ্জিকা অনুযায়ী এই বছর মহানবমী এবং দশমী পড়েছে একই দিনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *