বহরমপুর: মুর্শিদাবাদের লালবাগে গ্যাস লিকের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ১৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের বহরমপুর মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। অসুস্থদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। বর্তমানে গ্যাসের লিক বন্ধ করা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।
লালবাগে রেজিস্ট্রি অফিসের সামনে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পিএইচই দফতরের ভালব অপারেটর সুরজ শেখ জানিয়েছেন, গ্যাসের সিলেন্ডারগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেখানে জেসিবি দিয়ে কাজ চলছিল। জেসিবি দিয়ে কাজ করার সময় ধাক্কা লেগে গ্যাস সিলিন্ডারে ধাক্কা লাগে। সেখান থেকে গ্যাস সিলিন্ডার লিক হয়ে যায় বলে তিনি দাবি করেছেন।
দমকলের তরফে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডারগুলো বর্তমানে মাটি চাপা দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসে গিয়েছে। ক্লোরিন গ্যাস লিক হওয়ার জেরেই এই দুর্ঘটনা। লালবাগের মহকুমা শাসক সুদীপ বাগ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে দমকল দফতরের আধিারিকরা উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা স্মৃতি হালদার বলেন, একটা খারাপ গন্ধ পাচ্ছিলাম। প্রথমে মনে হয়েছিল নোংরা পরিষ্কার করতে এসেছে। এরপরেই চোখ, নাক, মুখ জ্বালা করতে শুরু করে। আমাদের বাড়িতে একজন এসেছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েন। বাইর বেরিয়ে শুনি অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, অসুস্থদের প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মধ্যে দুই জনের অবস্থা অশঙ্কাজনক। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।