কলকাতা: এসএসসি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরিহারা স্কুলের ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী৷ চাকরিহারা সেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন দিল রাজ্য সরকার। মঙ্গলবার বিকেল থেকেই ওই শিক্ষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন পাঠানো শুরু হয়ে গিয়েছে।
কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরিহারা ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এপ্রিল মাসের বেতন দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। শিক্ষা দফতর সূত্রে খবর, চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন৷ মামলার নিষ্পত্তি হয়নি৷ তাই তাঁদের বেতন দেওয়া হবে। সেই সঙ্গে শিক্ষা দফতরের এও যুক্তি ছিল যে, শ্রম আইন অনুসারে যে হেতু তাঁরা তাঁদের শ্রম দিয়েছেন, তাই তাঁদের বেতন আইনত প্রাপ্য। যত দিন সুপ্রিম কোর্টে মামলা চলবে, তত দিন তাঁদের বেতন বন্ধ হবে না বলেও জানানো হয়। ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। শিক্ষা দফতরের পাশাপাশি শীর্ষ আদালতে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং মধ্যশিক্ষা পর্ষদও৷ বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বিচারাধীন৷