বড় ধাক্কা কংগ্রেসে! জল্পনা উস্কে দল ছাড়লেন ৫ বারের বিধায়ক মইনুল হক

বড় ধাক্কা কংগ্রেসে! জল্পনা উস্কে দল ছাড়লেন ৫ বারের বিধায়ক মইনুল হক

কলকাতা:  তৃণমূল যোগের জল্পনা উস্কে কংগ্রেস ছাড়লেন মইনুল হক৷ ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক ছিলেন তিনি৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে চিঠি দিয়ে কংগ্রেস সম্পাদক ও ঝাড়খণ্ডের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ ২৩ সেপ্টেম্বর জঙ্গিপুরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ওই দিন তাঁর জঙ্গিপুরের সভায় যোগ দিতে পারেন মইনুল৷ এমনটাই তৃণমূল সূত্রে খবর৷ 

আরও পড়ুন- ‘দিলীপ ঘোষকে বলির পাঁঠা করা হল’, কটাক্ষ সুখেন্দুশেখরের

এদিকে মইনুল হকের ইস্তফা প্রসঙ্গে অধীরবাবু বলেন, কেন দল ছাড়ছেন তা মইনুলই বলতে পারবেন৷ ইস্তফা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি৷ উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদকের দায়িত্বে ছিলেন পাঁচ বাবের কংগ্রেস বিধায়ক মইনুল হক। একদা কাশ্মীর কংগ্রেসের দায়িত্বও সামলেছেন তিনি। বর্তমানে মইনুল ছিলেন ঝাড়খণ্ড কংগ্রেসের দায়িত্বে। কেন দল ছাড়ছেন, এ বিষয়ে আপাতত মুখে কুলুপ তাঁর৷ ২৩ তারিখের আগে এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন নারাজ মইনুল।

আরও পড়ুন- ‘ভূগোল বদলে গিয়েছে’, মমতাকে নৌকা উপহার দিতে চান সুকান্ত!

কংগ্রেসের টিকিটে পর পর ৫ বার ফরাক্কা আসন থেকে জয়ী হয়েছিলেন মইনুল হক। তবে গত বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মণিরুল ইসলামের কাছে পরাজিত হন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনের পাশাপাশি সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা আসনে ভোটগ্রহণ। তার আগে মইনুলের মতো বড় মাপের নেতার ইস্তফা কংগ্রেস শিবিরকে বড় ধাক্কা দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =