হাওড়ার মালিপাঁচঘড়ায় ৬ জনের রহস্যমৃত্যু, বিষমদের জেরেই এই কাণ্ড, অভিযোগ পরিবারের

হাওড়ার মালিপাঁচঘড়ায় ৬ জনের রহস্যমৃত্যু, বিষমদের জেরেই এই কাণ্ড, অভিযোগ পরিবারের

হাওড়া: বর্ধমানের পর হাওড়া৷ মদ্যপানের পরই রহস্যজনক ভাবে একসঙ্গে ৬ জনের মৃত্যু হল মালিপাঁচঘড়া থানা এলাকার ঘুসুড়িতে৷ বিষমদ খেয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ৷ আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়ার পুলিশ সুপার৷ মদ বিক্রেতা প্রতাপ কর্মকার পলাতক৷ 

আরও পড়ুন- আগামীকাল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস, ঠিক কী ঘটেছিল ২৮ বছর আগে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার মালিপাঁচঘড়া থানার ঘুসুড়ি এলাকায় বহুদিন ধরেই মদের ঠেক চালাচ্ছিলেন প্রতাপ৷ সন্ধে হতেই সেখানে ভিড় জমাত এলাকার শ্রমিকরা। মঙ্গলবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন এলাকার বেশ কিছু মানুষ। মদ খাওয়ার কিছুক্ষণ পর থেকেই অনেকে বমি করতে শুরু করে৷ পরে অবস্থার অবনতি হতে থাকে৷ অনেকে বাড়িতেই মারা যান। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার আধিকারিকরা এসে মৃতদেহগুলি নিয়ে যায়। প্রায় ২০ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।