OMG! ছাগলের ৮ পা! অবিশ্বাস্য হলেও সত্যি ঘটেছে বনগাঁয়!

OMG! ছাগলের ৮ পা! অবিশ্বাস্য হলেও সত্যি ঘটেছে বনগাঁয়!

বনগাঁ: এতো চার পেয়ে নয়! একেবারে আট পেয়ে। আট পা নিয়ে জন্মানো ছাগল ছানা দেখে একথাই ঘোরাফেরা করছে বনগাঁর কালমেঘা এলাকায়।অদ্ভুত এই ছাগল ছানা দেখতে দূরদূরান্ত থেকে ভিড় করছেন গ্রামের মানুষ।

বনগাঁর ঘাটবাওড় পঞ্চায়েতের কালমেঘা এলাকার এই পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ছাগল, গরু পুষে আসছেন তারা। কিন্তু এই প্রথম আটটি পা নিয়ে  ছাগল জন্মাতে দেখলেন তারা। প্রথমে খানিকটা অবাকই হয়েছিলেন।

বৃহস্পতিবার ছাগলটি দুটি বাচ্চার জন্ম দেয়। যার মধ্যে একটি সম্পূর্ণ সুস্থ আর একটি ছাগল জন্মায় আটটি পা নিয়ে। যদিও জন্মানোর কিছু সময় পরেই মারা যায়। আটপেয়ে ছাগল জন্মানোর খবর জানাজানি হতেই গৃহস্থের বাড়িতে গিয়ে ভিড় জমান উৎসুক গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seven =