OMR সিট কারচুপিতেই চাকরি! খাঁড়া ঝুলছে ৮০৫ জনের মাথাতেও

OMR সিট কারচুপিতেই চাকরি! খাঁড়া ঝুলছে ৮০৫ জনের মাথাতেও

কলকাতা: ১ হাজার ৯১১ জন গ্ৰুপ-ডি কর্মীর চাকরি গিয়েছে ইতিমধ্যেই। এবার চিন্তা বেড়ে যাচ্ছে নবম-দশমের আরও ৮০৫ জন শিক্ষকের। গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানান হয়েছে, এই সকল শিক্ষকদের ওএমআর সিটের কারচুপির তথ্য মিলেছে। তাই তাদের সকলের যে চাকরি যেতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। এখন আপাতত তার দিকেই তাকিয়ে সকলে।

আরও পড়ুন- ভাষণ দেওয়ার সময় শুনতে হল ‘আদানি…আদানি’! সংসদে কী বললেন প্রধানমন্ত্রী

 জানা গিয়েছে, নবম-দশম শ্রেণির ৮০৫ জনের ওএমআর সিটে কারচুপি রয়েছে। তারা সাদা খাতা জমা দিলেও তাদের নম্বর সার্ভারে বাড়ানো হয়েছিল। কোনও প্রভাবশালীর মদতে এই কাজ হয়েছে বলেই অনুমান। সাদা খাতা জমা দেওয়া চাকরিপ্রার্থীরাই ৪০-এর ওপর নম্বর পেয়ে চাকরিতে নিযুক্ত হয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের কাছেও এই তথ্য পেশ করেছে গোয়েন্দা সংস্থা। এর আগে শুক্রবার এসএসসি-র আইনজীবী আদালতে স্বীকার করে নেন যে, ১ হাজার ৯১১ জন গ্ৰুপ-ডি প্রার্থীকে অন্যায় ভাবে নিয়োগ করা হয়েছিল। আদালতকে এও জানান হয়, সেই সময় দায়িত্বে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। কমিশন তথ্য যাচাই করে আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে নেয়, ওই সব প্রার্থীর ওএমআর সিটে কারচুপি করা হয়েছে৷ নম্বর বাড়িয়েই তাঁদের চাকরির সুপারিশপত্র দেওয়া হয়৷