৩০ বছরে বাড়েনি দাম, হাওড়ার এই দোকানে এক টাকায় পাওয়া যায় লোভনীয় খাবার

৩০ বছরে বাড়েনি দাম, হাওড়ার এই দোকানে এক টাকায় পাওয়া যায় লোভনীয় খাবার

হাওড়া: রোজ অনেক কিছু ভাইরাল হয়। কিন্তু এমন কিছু  জিনিস ভাইরাল হয়, যাকে আশ্চর্য বলাও কম হবে। তেমনি ভাইরাল হয়েছে একটি চপের দোকান। বাজারে চপের দোকান অনেক আছে। সেই দোকানের চপের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। গত ত্রিশ বছরে অনেক কিছু বদলে গেলেও, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিমূল্য হলেও দোকানে চপের দাম এক রয়েছে। এক টাকাতেই আপনি পেয়ে যেতে পারেন বিভিন্ন লোভনীয় চপ। 

ব্লগায় সায়ন্তন নামের এক ব্যক্তি সম্প্রতি এই চপের দোকানের ভিডিও পোস্ট করেন। এরপরেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। দেখা গিয়েছে, মাত্র এক টাকাতে একজন প্রবীণ ব্যক্তি বিভিন্ন লোভনীয় খাবার বিক্রি করছেন। এর মধ্যে যেমন রয়েছে কচুরি, তেমনি রয়েছে আলুর চপ, ভেজিটেবিল চপ, বেগুনি, ফুলুরি। সমস্ত খাদ্যদ্রব্যের দাম এখানে এক টাকা। ওই ব্যক্তি জানিয়েছেন, সময়ের সঙ্গে সমস্ত জিনিসের দাম বেড়ে গেলেও তাঁর দোকানের জিনিসের দাম বাড়েনি। 

জানা গিয়েছে, হাওড়ার সলপের মোরে অবস্থিত সেই ষোলোয়ানা চপের দোকান। তিনি বলেন, বাবা বলতেন, ভালো জিনিস কম দামে বিক্রি করলে কখনও ক্রেতার অভাব হয় না। সেই উপদেশ কে পাথেয় করেই তিনি এই ব্যবসা করছেন। তিনি জানিয়েছেন, এই ব্যবসা করতে গিয়ে তাঁকে অনেক বাধার মুখে পড়ত হয়েছে। তবে তিনি হাল ছাড়েননি। 

ওই দোকানি জানিয়েছেন, তাঁর ব্যবসা বন্ধ করার জন্য অনেকেই বদনাম রটিয়েছেন। অনেকে বলেছেন, তিনি নাকি বাজে তেলে ভাজেন। অনেকে দোকান লক্ষ্য করে অনেক কিছু ছুড়েছেন। কিন্তু কোনওভাবেই তাঁকে দমিয়ে রাখা যায়নি। তিনি নিজের মতো ব্যবসা করে গিয়েছেন। পাশাপাশি তিনি ভিডিওতে দেখিয়ে দেন, কোন তেলে তিনি ভাজেন। কীভাবে তিনি একের পর এক সুস্বাদু চপ রান্না করে ক্রেতাদের হাতে তুলে দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা দোকানির প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ফেসবুক। ১ টাকায় বিভিন্ন ধরনের তেলে ভাজা পাওয়া সত্যি বিস্ময়কর ব্যাপার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =