মেনাট্রুয়াল হাইজিন ডেতে স্যানিটারি প্যাড বিতরণ কলকাতার সব ওয়ার্ডে

মেনাট্রুয়াল হাইজিন ডেতে স্যানিটারি প্যাড বিতরণ কলকাতার সব ওয়ার্ডে

কলকাতা: বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার বহু বছর ধরে করা সুদীর্ঘ প্রচেষ্টা এবং বিভিন্ন সরকারি উদ্যোগের পরেও নারী স্বাস্থ্য সচেতনতা নিয়ে এখনও উদাসীন বহু মানুষ। সমীক্ষা বলছে, ঋতুচক্রের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতায় এবং পরিষ্কার কাপড় কিংবা স্যানেটারি প্যাডের ব্যবহার না করলে ঠিক কতটা ক্ষতি হতে পারে সেই সম্পর্কেও কোনও ধারনা নেই অধিকাংশ সাধারণ মানুষেরই। মাসের এই বিশেষ সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন না করলে একজন মানুষের শরীরে ঠিক কতটা ক্ষতি হতে পারে সেই বিষয়েও ওয়াকিবহাল নন অনেকেই। আর তাই মহিলাদের মধ্যে ঋতুকালীন সচেতনতা বৃদ্ধির জন্য আগামী শনিবার অর্থাৎ ২৮ মে কলকাতার প্রতিটি ওয়ার্ডেই পালিত হতে চলেছে মেনস্ট্রুয়াল হাইজিন ডে।

বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের অন্যান্য প্রান্ত তো বটেই, খাস কলকাতাতেও বহু মহিলারা এখনও তাঁদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নন। আর তাই অনেকেই পিরিয়ডের সময় পরিষ্কার পরিছন্নতা অবলম্বন করেন না কিংবা স্যানিটারি ন্যাপকিন প্যাড ব্যবহার করেন না। এতে একদিকে যেমন বাড়ছে নানান রকম রোগের প্রাদুর্ভাব, অন্যদিকে রেকর্ড হারে কমছে রাজ্যে মহিলাদের সুস্বাস্থ্যের হার। আর তাই আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতার ১৪৪ টি ওয়ার্ডেই মহিলাদের স্যানিটারি ন্যাপকিন প্যাড বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু একদিন নয়, জানা যাচ্ছে কলকাতা পৌরসংস্থার মাধ্যমে বছরে মোট ১২ দিন সস্তায় স্যানিটারি ন্যাপকিন প্যাড কলকাতার প্রতিটি ওয়ার্ডে বিলি করা হবে।

আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই স্যানিটারি ন্যাপকিন বিতরণের কাজ শুরু হচ্ছে গোটা কলকাতা জুড়ে। প্রথমে এটি একটি পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করা হবে। কবে উদ্যোক্তাদের দাবি, খুব শীঘ্রই এই পাইলট প্রজেক্ট বাস্তবের প্রজেক্টে রূপান্তরিত হবে এবং তখন এই প্রোজেক্টের সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 5 =