কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চার রাজ্যে জিতেছে বিজেপি। কিন্তু সেই জয়ের থেকেও বেশি চর্চা হচ্ছে পঞ্জাবে আম আদমি পার্টির জয় নিয়ে। এই প্রথম রাজধানী দিল্লির বাইরে কোনও বড় নির্বাচনে জিতেছে কেজরিওয়ালের দল। আর এই জয় পাওয়ার পর থেকে অন্যান্য রাজ্যেও নজর দিতে শুরু করেছে তারা। যে সব রাজ্যে ‘আপ’-এর নজর আছে তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গ। পরবর্তী নির্বাচন তারা এখানে লড়াই করবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন- মাধ্যমিকের প্রশ্নপত্র ডিপার্টমেন্ট থেকেই ফাঁস হয়, ইন্টারনেট বন্ধ করে কী হবে, কটাক্ষ দিলীপের
যে খবর পাওয়া যাচ্ছে তা হল, আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার মাটিতে লড়াই করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ইতিমধ্যে কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে তারা। এতদিন সেইভাবে খড়্গপুর আইআইটি-র প্রাক্তনী অরবিন্দ কেজরিওয়ালের দলের ধ্বজা বাংলায় দেখতে পাওয়া যায়নি। কর্মীরা বেশি চুপচাপ করেছে যা করার। কিন্তু পঞ্জাব ভোটে যে ফল হয়েছে তারপর ‘আপ’ আর কোনও রাখঢাক রাখছে না। জোর কদমে রাজনীতির ময়দানে নেমে পড়েছে তারা। রাজ্যের বিভিন্ন জায়গায় এখন পড়ছে ‘আপ’-এর পোস্টার, পাশাপাশি নানা রাজনৈতিক কর্মসূচি চালানো হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, কোনও বঙ্গকেই ছাড়ছে না তারা। যে সমস্ত পোস্টার পড়ছে তাতে লেখা, ‘নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ’।
বাংলার যে ‘আপ’ নেতৃত্ব তারা জানাচ্ছে, তৃণমূল স্তর থেকে বাংলার দুর্নীতি মুছে দিতেই তারা বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চলেছে তারা। ২০২৪ লোকসভা নির্বাচনে কী হবে তা নিয়ে তারা চিন্তিত নয়। আপাতত তাদের লক্ষ্য ২০২৩ সালের বাংলার পঞ্চায়েত নির্বাচনে সব জায়গায় প্রার্থী দেওয়া এবং ভালো ফল করা। একেবারে গ্রাম থেকে লড়াই শুরু করতে উদ্যত ‘আম আদমি’রা।