নিয়ম মেনেই আছেন অভিষেক, বিজেপি-ইডি’র সমালোচনা তৃণমূলের

নিয়ম মেনেই আছেন অভিষেক, বিজেপি-ইডি’র সমালোচনা তৃণমূলের

দুবাই: চোখের চিকিৎসা করানোর জন্য দুবাই গিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর এই দুবাই সফর নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। দাবি করা হয়েছিল, দুবাই গিয়ে আদতে অভিষেক গরু-কয়লা পাচারে যুক্ত পলাতক বিনয় মিশ্রর সঙ্গে দেখা করবেন, সেখান থেকে পালিয়েও যেতে পারেন! কিন্তু এই আপত্তি আদালতে ধোপে টেকেনি। ইডির আপত্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেক ‘জয়’ পেয়েছিলেন। অগত্যা তিনি দুবাই গিয়েছেন। তবে এখন ইডি এবং বিজেপিরই মুখ পুড়ল।

আরও পড়ুন- হাইকোর্টের রায় মেনে ডিএ প্রদানে দাবি উঠল আবার, বিক্ষোভে STEA

আদালতের নির্দেশ জানার পরেও ইডি চুপ করে থাকেনি। দুবাইয়ে যাতে অভিষেকের গতিবিধির ওপর নজর রাখা যায় তার জন্য আমিরশাহী সরকারকে চিঠি পর্যন্ত লিখেছিল তারা। বিজেপির তরফ থেকেও অভিষেকের বিরুদ্ধে নানান দাবি করা হয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, নিয়মমাফিক সেখান থাকছেন তৃণমূল সাংসদ। রিপোর্ট অনুযায়ী ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুবাইয়ে তাঁর যেখানে যাওয়ার কথা ছিল তিনি সেখানেই গিয়েছেন, তাঁর যেখানে থাকার কথা ছিল সেখানেই তিনি থাকছেন। অর্থাৎ অভিষেকের দুবাই রুটিনে কোনও গোলমাল হয়নি। এও জানা গিয়েছে, ইতিমধ্যে তিনবার চোখের চিকিৎসকের কাছে গিয়েছেন তিনি। তাই এই খবর প্রকাশ্যে আসার পর ইডি-বিজেপিই চাপে আছে।

যদিও একজন ভারতীয় সাংসদের ওপর এইভাবে নজর রাখার বিষয়ে ব্যাপক সমালোচনা করেছে তৃণমূল শিবির। এমনকি সংগঠন ‘বাংলা পক্ষ’-এর তরফ থেকেও বিদ্রুপ করা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। তাদের বক্তব্য, ভিন্ন দেশের কাছে এটা ভারতের অপমান, বাংলাকে অপমান করা। এইভাবে একজন সাংসদের ওপর বাইরের দেশ দিয়ে নজরদারি করা লজ্জাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + sixteen =