বালিগঞ্জে কাকে দেখে ভোট হবে? কী বললেন অভিষেক

বালিগঞ্জে কাকে দেখে ভোট হবে? কী বললেন অভিষেক

কলকাতা: ১২ এপ্রিল বালিগঞ্জ এবং আসানসোলে উপনির্বাচন হতে চলেছে। ভোটের প্রচার এখন জোর কদমে চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়। তাঁকে নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। যে বাবুল বিধানসভা ভোটেও তৃণমূল এবং মমতা বিরোধী চাঁচাছোলা আক্রমণ করেছিলেন তাঁকেই এবার টিকিট দিয়েছে দল। সেই নিয়ে হাজারো প্রশ্ন ছিল। তবে তাঁর প্রচারে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কিছু স্পষ্ট করে দিলেন।

আরও পড়ুন- ইডি-সিবিআই দিয়ে বাজারদর নিয়ন্ত্রণ করা হোক! দাবি মুখ্যমন্ত্রীর

এদিন বাবুলের প্রচারে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, বালিগঞ্জে মানুষ বাবুল সুপ্রিয়কে দেখে ভোট দেবে না, ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তিনি এও দাবি করেছেন যে, বাবুল বালিগঞ্জে জিতবেন কমপক্ষে ৭০ হাজার ভোটে আর আসানসোলে তৃণমূল জিতবে ২ লক্ষ ভোটে। এই মন্তব্য করে তিনি বিজেপি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একহাত নেন। বলেন, এখন বাবুল জয় শ্রীরাম ধ্বনি ছেড়ে জয় বাংলা বলছেন। ধীরে ধীরে সকলের মুখেই তা শোনা যাবে। অভিষেকের কথায়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী তারা আসলে সবাই এক। এক্ষেত্রে তিনি বিজেপি ছাড়াও সিপিএম, কংগ্রেসকে কটাক্ষ করেছেন।

অভিষেকের আরও বক্তব্য, রাষ্ট্রপতি শাসনের কথা বলছে বিজেপি? তেমন হলে ২৫০ পাবে তৃণমূল। কাউকে ভয় দেখিয়ে আটকাতে পারবে না তারা। তাঁর কথায়, ইডি-সিবিআই লাগিয়ে নিজেদের কাজ হাসিল করতে চাইছে বিজেপি। আসলে তাদের বাংলার হার হজম হয়নি এখনও। তাই ভয় দেখাতে চাইছে। পাশাপাশি এদিন বিজেপিকে দেশ ছাড়া করার চ্যালেঞ্জ করলেন তৃণমূল সাংসদ। প্রসঙ্গত, এদিন বাবুল সুপ্রিয়র সমর্থনে কলকাতায় বিশাল মিছিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবুল ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন মালা রায়, দেবাশিস কুমার-সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =