কলকাতা: বিজেপি বেশ কয়েক মাস আগে থেকেই দাবি করে আসছিল যে ডিসেম্বরে কিছু হবে। বঙ্গ বিজেপি নেতারা বারংবার সেই নিয়ে রাজ্যকে খোঁচা দিয়েছে। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের কথা উল্লেখ করেছিলেন। যদিও হাজরার সভা থেকে তিনি জানিয়েছিলেন, সরকার বদল হবে এমন কথা তিনি বলেননি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ১২ এবং ১৪ তারিখ রাজ্যে ঘটে গিয়েছে দুটি বড় ঘটনা। সেই নিয়েই এবার শুভেন্দুকে একহাত নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ৩, কম্বল বিতরণ করতে গিয়ে দুর্ঘটনা
এদিন টুইট করেছেন অভিষেক। তাতে তিনি লিখেছেন, ”শুভেন্দু অধিকারী আমাদের প্রতিশ্রুতি দিয়ে ডিসেম্বর ধামাকার কথা বলে ১২, ১৪ এবং ২১ তারিখের কথা বলেছিলেন। এবার যা হল… ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু। ১৪ ডিসেম্বর তাঁর সৃষ্টি করা গণ্ডগোলে ৩ জন সাধারণ মানুষের মৃত্যু আসানসোলে। তাহলে কি ২১ ডিসেম্বর আরও কিছু মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছে?” উল্লেখ্য, আসানসোলের ঘটনাতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে গিয়েছে রাজ্য সরকার। মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে এফআইআর দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে নবান্নের তরফে।
.@SuvenduWB promised us a ‘DECEMBER DHAMAKA’ on the 12th, 14th and 21st.
THIS IS HOW IT WENT:
•12th DEC – Lalan Sk was found DEAD in CBI CUSTODY.
•14th DEC- 3 INNOCENT LIVES WERE LOST in Asansol due to the chaos created by him.
Is something more TRAGIC in store for DEC 21 ?
— Abhishek Banerjee (@abhishekaitc) December 14, 2022
প্রসঙ্গত, কম্বল বিতরণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরেই শুরু হয়ে যায় চরম বিশৃঙ্খলা। কম্বল নেওয়ার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছিল। সেই হুড়োহুড়িতে তিন জন পায়ের চাপে মারা যান। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। আহত কমপক্ষে ৪ জন।