হলদিয়া: বিধানসভা ভোটের পর পূর্ব মেদিনীপুরে এই প্রথম সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সভা করে নাম না করে যেমন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন, ঠিক তেমনই তৃণমূলের কারা ক্ষতি চাইছে সেই বিষয়েও আলোকপাত করলেন। হলদিয়ার আজকের সভা থেকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপি শিবিরকে তোপ দাগলেন তিনি।
আরও পড়ুন- ঝুড়িতে ফলের জায়গায় বোমা! খাস কলকাতায় আবার আতঙ্ক
সভায় বক্তব্যের শুরু পরেই অনুগামী ইস্যুতে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, অনেক অনুগামী আছে দলের বারোটা বাজানোর চেষ্টা করেছিল তারা এই সভাতেও আছে। তাদের তিনি চিহ্নিত করেছেন। তাঁর কথায়, সভায় আসতে আসতে রাস্তাতেও তিনি তাদের দেখেছেন। এই প্রসঙ্গেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোন ‘অনুগামীরা’ তৃণমূলে এসেছে তার তালিকা তাঁর কাছে আছে। এরপর নাম না করেই শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে অভিষেক বলেন, কোনও দাদার অনুগামী নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে হবে। এও জানান, আগামী তিন মাসের মধ্যে ঠিকাদার থাকবে না হলদিয়ায়।
অনুগামী নিয়ে বিতর্কের মাঝেই টিকিট কারা পাবেন সেই বিষয়েও স্পষ্ট করে দেন তৃণমূলের নেতা। অভিষেক জানান, যাঁরা প্রথম থেকে তৃণমূল করে, তাঁরাই টিকিট পাবে। আগামী ভোটে দলবদলুরা টিকিট পাবেন না। এক্ষেত্রে তিনি মনে করিয়ে দেন, তিনিও সৈনিক, মানুষও সৈনিক, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শেষ উপনির্বাচনে বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়কে টিকিট দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। তাঁর হয়ে প্রচার করেন খোদ অভিষেক। যদিও বাবুলকে টিকিট দেওয়া নিয়ে দলের অন্দরেও ক্ষোভ ছিল। অনেকের মতে, তার পর থেকেই হয়তো টিকিটের ব্যাপার শুধরে নেওয়া হচ্ছে।