দুবাই: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক দুবাই গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর এই দুবাই সফর নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছিল ইডি। আদালতের দারস্থ হওয়ার পড়ে অবশ্য তাদের মুখ পোড়ে। কিন্তু তাঁর ওপর নজরদারি করা ছাড়েনি গোয়েন্দা সংস্থা। আমিরশাহী সরকারকে চিঠি লিখে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানিয়েছে, তাঁর ওপর যাতে নজর রাখা হয় এমন অনুরোধ করেছে। আর এই নিয়েই বিতর্ক। গোটা ইস্যু নিয়ে সংগঠন ‘বাংলা পক্ষ’র নেতা গর্গ চট্টোপাধ্যায় একটি টুইট করেন যা পরে অভিষেক নিজে রিটুইট করে বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন।
আরও পড়ুন- চোখের চিকিৎসা করাতে দুবাইয়ে অভিষেক, ইডির যুক্তিতে উঠছে বহু প্রশ্ন!
টুইট করে ‘বাংলা পক্ষ’ নেতা বলেন, ”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা ইডি দুবাইয়ে বাংলার একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নজরদারি করছে। এই বিষয়ে তারা সংযুক্ত আরব আমিরশাহি সরকারকেও চর নিয়োগ করার অনুরোধ করেছে দেশের একজন সাংসদের জন্য। এইভাবে একজন সাংসদের ওপর নজর রাখার অর্থ দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।” এই টুইটের প্রেক্ষিতেই অভিষেক বিজেপি সরকারকে চরম কটাক্ষ করে বলেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি যদি নীরব মোদী, বিজয় মাল্যর ব্যাপারে এত নিষ্ঠা, উদ্যম দেখাতো দেশের মানুষের ৩০ হাজার কোটি টাকা বেঁচে যেত। আমার ওপর ওপর নজর রাখার লোভে তারা এটা ভুলে যাচ্ছে যে, ভারতের জনগণ তাদের ওপর নজর রাখছে।”
I wish the Central Agencies under @narendramodi had shown similar PERSEVERANCE & ENTHUSIASM to monitor the likes of Nirav Modi and Mallya, helping save more thn 30,000 Crs of people’s money.
In thr quest to KEEP A TAB ON ME they’re forgetting INDIA IS NOW KEEPING A TAB ON THEM. https://t.co/XySe3eHjCG
— Abhishek Banerjee (@abhishekaitc) June 7, 2022
গত শুক্রবার সস্ত্রীক দুবাই গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি’র আপত্তি উড়িয়ে কলকাতা হাইকোর্ট অভিষেককে দুবাই যাত্রার অনুমতি দিয়েছে। হাইকোর্টে ইডির আইনজীবী অভিযোগ করে জানান, চোখের চিকিৎসা উপলক্ষ মাত্র, আসলে গরু পাচার-কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে বৈঠক করতে দুবাই যাচ্ছেন অভিষেক। কিন্তু কলকাতা হাইকোর্ট ইডির এই দাবি উড়িয়ে দিয়েছে।
