জোটসঙ্গী বিজেপিতে, গোয়ায় ‘নৈতিক জয়’ দেখছেন অভিষেক!

জোটসঙ্গী বিজেপিতে, গোয়ায় ‘নৈতিক জয়’ দেখছেন অভিষেক!

 

কলকাতা: পশ্চিম ভারতের রঙিন সমুদ্রশহর গোয়ায় তৃণমূলের নৈতিক জয় হয়েছে বলে মনে করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘‘তিন মাসের কম সময়ে ৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল৷ তিন মাসের মধ্যে এটা অন্য কোনও দল করে দেখাতে পারিনি৷’’ গেরুয়া শিবিরের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, ‘‘ভারতীয় জনতা পার্টি তিন মাসের মধ্যে কোনও রাজ্যের বিধানসভা ভোটে লড়ে ৬ শতাংশ বা ১০ শতাংশ ভোট পাইনি৷ পাবেও না৷ আমরা মনে করি, জয় না এলেও এটা আমাদের কাছে বিরাট সাফল্য।’’

বস্তুত, গোয়ায় তৃণমূলের  জয়ের ‘স্বপ্ন’ সফল হয়নি৷ ঝুলিতে আসেনি একটি আসনও৷ উপরন্তু ভোট গণনা চলাকালীনই বিচ্ছেদ ঘটিয়ে শত্রু শিবিরকে সমর্থন করার কথা ঘোষণা করেছিল তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)৷ গোয়ার ভোটে তৃণমূল ও আপের লড়াই আদতে কংগ্রেসের সর্বনাশ ঘটিয়ে গেরুয়া শিবিরের ‘উপকার’ করেছে বলে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চ্চা শুরু হয়েছে৷

যদিও তৃণমূলের যুবরাজ মনে করেন, ‘‘এটা তাঁদের নৈতিক জয়।’’ এই জন্য গোয়ার প্রত্যেক জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘এই সীমিত সময়ের মধ্যেই তৃণমূল কংগ্রেসকে এত ভালবাসা দেওয়ার জন্য গোয়াবাসীকে ধন্যবাদ। গোয়ায় চারটি আসন আমরা খুব কম ব্যবধানে হেরেছি, হাজার বারোশো কাছাকাছি৷ আমরা গোয়ার মানুষের কাছে বদ্ধপরিকর৷ আমরা ময়দানে থেকে লড়াই করব৷ আগামী পাঁচ বছর মাটি কামড়ে পড়ে থাকব৷’’ অভিষেক একথা বললেও রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, গোয়ায় জয় তো আসেইনি উল্টে গণনা পর্বেই তৃণমূলের হাত ছেড়েছে জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)। স্বাভাবিকভাবেই কোন পথে গোয়ায় তৃণমূল তাঁদের সাংগঠনিক বিস্তার ঘটাবে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চ্চা শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 2 =