আবু তাহেরের আগাম জামিনের আবেদন খারিজ, প্রশ্নের সম্মুখিন সিবিআই

আবু তাহেরের আগাম জামিনের আবেদন খারিজ, প্রশ্নের সম্মুখিন সিবিআই

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের আবু তাহেরের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একই মামলায় অন্যতম অভিযুক্ত শেখ সুফিয়ানের আগাম জামিনের আবেদন প্রথমে কলকাতা হাইকোর্ট খারিজ করে। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান শেখ সুফিয়ান।

আরও পড়ুন- ভারতীয় বায়ুসেনায় লেখা হল নতুন ইতিহাস, এক সঙ্গে যুদ্ধবিমান ওড়ালেন বাবা-মেয়ে

তবে এদিন সিবিআই’কে কার্যত ‘ধমক’ দেয় আদালত। প্রশ্ন করা হয় কী ভাবে ৪১ এ নোটিশ দিয়ে না ডেকে ১৬০ নোটিশ দিয়ে তলব করা হয়েছিল আবু তাহেরকে? আদালতের বক্তব্য, এদিকে সিবিআই আদালতের কাছে চাইছে আবু তাহেরকে হেফাজতে নিয়ে তদন্ত করতে। কিন্তু তাকে সাক্ষী নোটিশ দিয়ে তলব করা হয়েছে। এক্ষেত্রে আইনের বিষয়টি সিবিআই’কে দেখার কথা বলেছে আদালত। এর আগে মে মাসে সিবিআইয়ের অস্থায়ী দফতরে তাহের-সহ নন্দীগ্রামের মোট ন’জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছিল। কিন্তু সেই তলব তাহের এড়িয়ে যান। আশঙ্কা ছিল, জেরা করার জন্য ডেকে সিবিআই তাঁদের গ্রেফতার করতে পারে।

তবে তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিন অর্থাৎ গত ৩ মে নন্দীগ্রামের একাধিক জায়গায় হামলা চালানো হয় এবং অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তখন নন্দীগ্রামের চিল্লোগ্রাম এলাকায় গুরুতর জখম হন দেবব্রত মাইতি এবং পরে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে এবং পরবর্তী সময়ে তাহের-সহ নন্দীগ্রামের মোট ন’জন তৃণমূল নেতাকে ডেকে পাঠায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nine =