‘মোদী’-‘দিদি’কে বিঁধে ফের বিস্ফোরক অধীর, এক বন্ধনীতে ফেলে আক্রমণ

‘মোদী’-‘দিদি’কে বিঁধে ফের বিস্ফোরক অধীর, এক বন্ধনীতে ফেলে আক্রমণ

 

বহরমপুর: ফের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন লোকসভার পরিষদীয় বিরোধী দলের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷

বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবার সাংবাদিক বৈঠক থেকে অধীর বলেন, বাংলায় আইনের কোনও শাসন নেই৷ বারে বারে এখানে নারী নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনা ঘটছে৷

এদিন বহরমপুর লোকসভা কেন্দ্রের সংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক  থেকে রাজ্যের পাশাপাশি বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, কেউ কেউ রাজ্যে ৩৫৬ ধারা চাইছেষ কিন্তু তারা জানে না তারা যতই ৩৫৬ ধারা চাক না কেন মোদীর ও দিদির সমঝোতার কারণে রাজ্যে কোনওদনি ৩৫৬ ধারা আনতে দেবেন না মোদী।

অন্যদিকে রাহুল গান্ধির প্রসঙ্গ টেনে বলেন, ‘‘রাহুল তার বন্ধুর বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে নেপাল গেয়েছিল৷ সেখানে তার ত্রুটি খুঁজে বার করছে কেন্দ্রীয় সরকারের শাসক দল৷ যখন প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছে তখন তাদের নজরে আসছে না।’’ সব মিলিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে বারংবার বিভিন্ন বিষয়ে কাঠগড়ায় দাঁড় করালেন লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বুধবারের সাংবাদিক বৈঠক থেকে। যার জেরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =