‘চোরের মায়ের বড় গলা, আমরা চাইছি তদন্ত হোক’, সম্পত্তি বৃদ্ধি ইস্যুতে একহাত অধীরের

‘চোরের মায়ের বড় গলা, আমরা চাইছি তদন্ত হোক’, সম্পত্তি বৃদ্ধি ইস্যুতে একহাত অধীরের

কলকাতা: বাম জমানার অবসান ঘটিয়ে এ রাজ্য তৃণমূল ক্ষমতায় আসার পর রাতারাতি ফেঁপে ফুলে ওঠে বেশ কিছু নেতা-মন্ত্রীর সম্পত্তি৷ এই তালিকায় রয়েছে বাংলার ১৯ নেতা-মন্ত্রীদের নাম৷ কী ভাবে এই সম্পত্তি বৃদ্ধি ঘটল তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার দু’দিন পর ‘পূর্ণ সত্য’ নিয়ে সামনে এল তৃণমূল। তাদের দাবি, সম্পত্তি বৃদ্ধি নিয়ে বাম, বিজেপি, ও কংগ্রেস অর্ধসত্য প্রচার চালাচ্ছে। সোমবার আদলতের সামনে যে ১৯ জনের নাম প্রকাশ্যে এসেছে, তাঁদের মধ্যে পাঁচ জন- ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ রায়, শিউলি সাহা এবং মলয় ঘটক বুধবার সাংবাদিক বৈঠক করে এদিন ‘সম্পূর্ণ’ তালিকা তুলে ধরেন ব্রাত্য। তৃণমূলের দাবি, সম্পত্তি বৃদ্ধির তালিকায় নাম রয়েছে অধীর রঞ্জন চৌধুরী, আবু হেনা, সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্যর৷ নাম রয়েছে কান্তি গঙ্গোপাধ্যায়, নেপাল মাহাতো, ফণীভূষণ মাহাতো, মোহিত সেনগুপ্তর মতো নেতার৷  

আরও পড়ুন- সম্পত্তি বৃদ্ধি ইস্যুুতে আক্রমণ তৃণমূলের, ‘চোরের মায়ের বড় গলা’,পাল্টা দিল বিরোধীরা

তৃণমূলের সাংবাদিক বৈঠকের পরেই প্রতিক্রিয়া জনান কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷ তিনি বলেন, চোরের মায়ের বড় গলা৷ আমরা চাইছি তদন্ত হোক৷ কংগ্রেস গত ৪৫ বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই৷ এ রাজ্যের মানুষ এত বোকা নয় যে, যাঁরা ক্ষমতায় নেই তাঁদের কাছে আসবে ঘুষ দিয়ে কাজ করাতে৷ খোঁচা দিয়ে অধীর আরও বলেন, তৃণমূলের খাতায় আমরাও টাকার মালিক হয়েছি, এটা শুনেই ভালো লাগল৷