সিএএ হবে, মমতা কিছুই করতে পারবেন না, দাবি শাহের! হিংসা নিয়েও বিদ্রুপ

সিএএ হবে, মমতা কিছুই করতে পারবেন না, দাবি শাহের! হিংসা নিয়েও বিদ্রুপ

শিলিগুড়ি: আবার একবার নাগরিকত্ব ইস্যু তুলে রাজ্যে উত্তাপ বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ জলপাইগুড়ি রেলওয়ে ময়দানে জনসভার মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়ে ঘোষণা করে দিলেন যে ঠিক কবে সিএএ হতে চলেছে। পাশাপাশি বাংলায় বাড়তে থাকা হিংসার কথা বলতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে চরম বিদ্রুপ করেছেন। সব মিলিয়ে আবার রাজ্যেজুড়ে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন- ‘জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় মুখ্যমন্ত্রী অপমানিত হয়েছিলেন’, দাবি দিলীপের

এদিন জনসভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ জানান, করোনা কমলেই সিএএ হবে এবং মমতা কিছুই করতে পারবেন না। তাঁর কথায়, তৃণমূল সিএএ-র বিরোধিতা করছে আর সেই কারণে তারা এর সম্বন্ধে মিথ্যে তথ্য ছড়াচ্ছে। ওরা বলছে, সিএএ নাকি কোনও দিন বাস্তবের মাটিতে জারি হবে না। কিন্তু তিনি আজ স্পষ্ট জানাচ্ছেন যে, দেশের কোভিড পরিস্থিতির উন্নতি হলেই জারি হবে সিএএ। এই প্রসঙ্গে মমতাকে একহাত নিয়ে তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় চান যে বাংলায় অনুপ্রবেশ হোক, চলতে থাকুক, বাংলাদেশ থেকে যে শরণার্থীরা এসেছেন, তাঁরা নাগরিকত্ব না পান। কিন্তু সেসব বেশিদিন হবে না। সিএএ জারি হবেই।

এর সঙ্গেই ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে বগটুই কাণ্ড, উত্তরবঙ্গ ইস্যু নিয়েও বক্তব্য রেখে তৃণমূল সরকারকে নিশানা করেন শাহ। বলেন, যতদিন বাংলার মানুষের ওপর অত্যাচার বন্ধ না হবে, ততদিন বিজেপি লড়বে। অমিতের কথা, তৃতীয়বার সুযোগ দেওয়ার পরেও শোধরায়নি তৃণমূল কংগ্রেস। মানুষের ওপর অত্যাচার বেড়েছে আগের থেকে। বাংলায় অত্যাচার কমেনি। কাটমানি বন্ধ হয়নি। দুর্নীতি চলছেই। সিন্ডিকেটরাজ চলছে। কটাক্ষ শাহের। একই সঙ্গে উত্তরবঙ্গ প্রসঙ্গে টেনে তিনি বলেন, উত্তরবঙ্গকে অবহেলা করেছেন মমতা, কিন্তু বিজেপি তাকে প্রকৃত মর্যাদা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seventeen =