বছরের শেষ মাসেই শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, নবান্নে অমিত-মমতা বৈঠক

বছরের শেষ মাসেই শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, নবান্নে অমিত-মমতা বৈঠক

কলকাতা: গত ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল কলকাতায়। সেই উপলক্ষে রাজ্যে আসতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও বিশেষ কারণে নবান্নের সভাঘরের সেই বৈঠক তখন হয়নি। কিন্তু এবার জানা গেল, আগামী ১৭ ডিসেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ। আর এবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। যদিও দেশের পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে যোগ দেওয়ার কথা।

আরও পড়ুন- ডিসেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সময় বুঝে সেরে ফেলুন জরুরি কাজ

পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয় সাধন, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল নির্ধারণ করতে নবান্নের সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক হবে। এর আগে ২০২০ সালে ওড়িশায় এই বৈঠক হয়েছিল। অমিত শাহের পাশাপাশি ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে এই বৈঠক হয়েছিল নবান্নের সভাঘরে। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং। এবার একবার বৈঠক স্থগিত হলেও তা ডিসেম্বরে হবে বলেই জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই বৈঠকে যোগ দেবেন বাংলা ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীরা।

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যে সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এটাই অনেক বড় বিষয় তা তিনি যে কারণেই আসুন না কেন। ইতিমধ্যেই এই বৈঠক এবং তার পরবর্তী রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বঙ্গের রাজনীতির অন্দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 14 =