বিরোধী নেতাদের বেছে বেছে হত্যা! অর্জুন প্রসঙ্গে তৃণমূলকে একহাত শাহের

বিরোধী নেতাদের বেছে বেছে হত্যা! অর্জুন প্রসঙ্গে তৃণমূলকে একহাত শাহের

কাশীপুর: বৃহস্পতিবারই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের প্রথম বর্ষপূর্তি। আর আজই আবার উত্তাল হয়েছে রাজ্য বিজেপি কর্মী খুনের ঘটনায়। বঙ্গ সফরের দ্বিতীয় দিনে নিজের কর্মসূচি বদলে কাশীপুরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে এসে এই ইস্যু তুলেই মমতার সরকারকে একহাত নিলেন তিনি। বললেন, বাংলায় বিরোধী নেতা, কর্মীদের বেছে বেছে হত্যা করা হচ্ছে।

আরও পড়ুন- বিনা বিচারেই কি মুক্তি হবে পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার মূল অভিযুক্তের?

কাশিপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ এদিন নিজের সফরের মধ্যেই কর্মসূচি বদল করে কাশীপুর গিয়ে পৌঁছন অমিত শাহ। যেখানে বিজেপি যুব নেতা অর্জুনের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানেই যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ নিশীথ প্রামাণিক ছাড়া বঙ্গ বিজেপি আরও শীর্ষ নেতারাও। পরে অর্জুনের পরিবারের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ নিজেই সিবিআই তদন্ত চান এবং বলেন, এই মৃত্যুর ঘটনা জঘন্য। গতকাল তৃণমূল সরকারের এক বছর পূর্ণ হয়েছে আর আজই রাজনৈতিক হিংসার ঘটনা, মৃত্যু। তাঁর কথায়, তৃণমূল সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারা হিংসা থামাবে না। সিপিএম আমলের থেকেও তৃণমূল আমলে বেশি হিংসার ঘটনা ঘটছে।

শাহের আরও বক্তব্য, বাংলায় যেভাবে পরপর সিবিআই তদন্তের দাবি উঠছে তা সারা দেশের কোথাও হয় না। এর থেকেই বোঝা যায় যে, বাংলার অবস্থা কেমন। তিনি জানান, পরিবারের সঙ্গে তিনি কথা বলে জেনেছেন যে কী ভাবে তাদের মারা হয়েছে, জোর করে অর্জুনের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। শাহের দাবি, সারা বাংলায় বিরোধী নেতাদের বেছে বেছে হত্যা করার একের পর এক উদাহরণ সামনে আসছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fourteen =