গোপন জবানবন্দি দিতে রাজি! সিটের আবেদন মানলেন আনিসের বাবা

গোপন জবানবন্দি দিতে রাজি! সিটের আবেদন মানলেন আনিসের বাবা

আমতা: হাওড়ার আমতার ছাত্র নেতা আনিস খানের খুনের ঘটনার প্রায় মাস খানেক হয়ে গিয়েছে। প্রথম থেকে সরকারের ওপর যে চাপ সৃষ্টি হয়েছিল তা এখনও বহাল। অন্যদিকে, রাজ্যের গঠিত সিট নিয়েও আপত্তি ছিল আনিসের পরিবারের। কিন্তু আপাতত তদন্তে সবরকম সহযোগিতাই দিচ্ছেন আনিস খানের বাবা। সিটের আবেদন মেনে এবার গোপন জবানবন্দিও দেবেন তিনি। তবে শুধু তিনি একা নন, জবানবন্দি দেবে আনিসের পরিবারের সাতজন।

আরও পড়ুন- ‘এখন মরছে তৃণমূল, মারছে তৃণমূল’, বগটুই-কাণ্ডে তীব্র আক্রমণ শমীকের

সিট চাইছিল আজই উলুবেড়িয়া মহকুমা আদালতে গিয়ে জবানবন্দি দিক আনিসের বাবা। কিন্তু সেটা তিনি মেনে নিতে চাননি। তবে আগামী সপ্তাহে দু’দিন ধরে উলুবেড়িয়া মহকুমা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে চলেছেন তিনি এবং তাঁর পরিবারের বাকি সাতজন। জানা গিয়েছে, আগামী ৬ এপ্রিল এই জবানবন্দি দেবেন আনিসের বাবা সালেম খান এবং দাদা সাবির-সহ পরিবারের চার পুরুষ সদস্য। দ্বিতীয় দিন পরিবারের তিন মহিলা জবানবন্দি দেবেন।

কিছুদিন আগেই আনিস খানের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু সেখানে তিনি ঢুকতে পারেননি। গ্রামবাসীরা তাঁকে বাধা দেয়, গাড়ি ঘিরে বিক্ষোভ পর্যন্ত দেখায়। অবশেষে সেখান থেকে ফিরে চলে আসছেন মন্ত্রী ববি হাকিম। গ্রামবাসীদের প্রশ্ন ছিল, আনিস খান খুন হয়েছেন প্রায় ৪০ দিন হয়ে গিয়েছেন। এতদিন সরকারের পক্ষ থেকে কেন কেউ আসেনি? একই সঙ্গে দাবি ছিল, আনিসের ঘটনার সিবিআই তদন্ত হোক। সিআইডি অন্য কেসে কী করছে সবাই দেখছে। বোঝাই গিয়েছিল যে, সরকারের ওপর তাদের সকলের ক্ষোভ কতটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + seventeen =