কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে আরও এক যৌথ সংস্থার হদিশ৷ জেরায় উঠে এল ‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ এর কথা৷ এই সংস্থায় ৫০ শতাংশ করে শেয়ার রয়েছে পার্থ ও অর্পিতার৷ এই সংস্থার নামে রয়েছে চারটি ফ্ল্যাট৷ এখনও পর্যন্ত যে ৯টি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে, তার মধ্যে এই সংস্থারই চারটি৷ বাকি পাঁচটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে৷ এই চারটি ফ্ল্যাট কোথায় রয়েছে তা অবশ্য খুঁজে বার করতে হবে৷
এদিকে, দিন ইডি হেফাজতের পর বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় পার্থ ও অর্পিতাকে৷ সওয়াল জবাবের সময় ইডি-র আইনজীবী আদালতে জানান, পার্থর তুলনায় তদন্তে বেশি সহযোগিতা করছেন অর্পিতা৷ সেই সময়ই অপা ইউটিলিটি সার্ভিসেস-এর কথাও উঠে আসে৷ বলা হয় কোটি কোটি টাকা গরিব মানুষের থেকে নেওয়া হয়েছে৷ এই টাকা কোথা থেকে এল এবং কোথায় গেল তা খুঁজে বার করতে হবে৷ এদিন তাঁদের ফের হেফাজতে চায় ইডি৷ এদিন অর্পিতার আইনজীবী জামিনের আবেদন না করলেও ইডি হেফাজতের বিরোধিতা করেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
