বোলপুর: গরু পাচার মামলায় গ্রেফতার বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ সকাল ১১টা নাগাদ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল সিবিআই৷ দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে৷ তদন্তে অসহ়োগিতার অভিযোগে গ্রেফতার৷ যদিও কাগজে-কলমে এখনও অ্যারেস্ট মেমোয় সই করানো হয়নি কেষ্টকে৷ আজই তোলা হতে পারে আসানসোল আদালতে৷
আরও পড়ুন- অনুব্রতর বাড়িতে ঢুকে ভিতর থেকে তালা দিল CBI, বাইরে আটকে কেষ্টর দেহরক্ষীরা!
এদিকে গ্রেফতার করার পরই প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ এর পর অনুব্রতকে বেলপুরে সিবিআই-এর ক্যাম্প অফিসে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এতদিন সিআরপিসি’র ১৬০ নোটিশ দেওয়া হচ্ছিল, এদিন তাঁকে ৪১ (এ) নোটিস দেওয়া হয়৷ অর্থাৎ অভিযুক্ত হিসাবে নোটিস দেওয়া হয় তৃণমূল নেতাকে৷ এদিকে কেন্দ্রীয় এজেন্সির জালে আরও একটি হেভিওয়েট নেতা ধরা পড়তেই অস্বস্তিতে তৃণমূল৷
এদিন সকালে ঘড়ির কাটায় তখন দশটা। অনুব্রতর বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। সঙ্গে সঙ্গে গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দোতলা বাড়ির উপর তলায় থাকেন অনুব্রত। নীচের তলায় রয়েছে তাঁর অফিস এবং আরও কয়েকটি কিছু ঘর। মুহূর্তের মধ্যে কেষ্টর বাড়ির নীচ তলা দখল নেয় সিবিআই। জানা যাচ্ছে, অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতেই সিবিআই তাঁর বাড়িতে এসেছে৷ কলকাতা থেকে সঙ্গে নিয়ে এসেছেন একাধিক গুরুত্বপূর্ণ তথ্য৷ এর পরেই প্রশ্ন ওঠে, তাহলে কি আজই গ্রেফতার হবেন কেষ্ট? এর কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হন কেষ্ট৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
