৪ সপ্তাহ বিশ্রামের পরামর্শ, সিবিআইকে ইমেল অনুব্রতের

৪ সপ্তাহ বিশ্রামের পরামর্শ, সিবিআইকে ইমেল অনুব্রতের

কলকাতা:  ষষ্ঠবারের মতো সিবিআই তলবের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থার কারণে হাজিরা দিতে পারছেন না, ইমেল মারফৎ সিবিআইকে জানান অনুব্রত মণ্ডল। পাশাপাশি তিনি ইমেলে নিজের মেডিক্যাল রিপোর্ট পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। এই ইমেল প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন।

ইমেল মারফৎ অনুব্রত মণ্ডল সিবিআইকে জানিয়েছে, গতকাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখনও তিনি প্রচণ্ড অসুস্থ। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহের বিশ্রাম নিতে বলেছেন। অসুস্থতার জন্য তিনি হাঁটতে পারছেন না। তিনি বাইরে বের হতে পারছেন না। সেই কারণে শনিবার তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে পারছেন না। এর পাশাপাশি অনুব্রত মণ্ডল তাঁর মেডিক্যাল রিপোর্ট ইমেল মারফৎ পাঠিয়েছেন। সিবিআই সূত্রের খবর, সমস্ত মেডিক্যাল রিপোর্ট পর্যালোচনা করা হবে। তাঁর কী হয়েছে, কী চিকিৎসা চলছিল বা বর্তমানে তিনি কী কী ওষুধ খাচ্ছেন তা খতিয়ে দেখা হবে। মেডিক্যাল রিপোর্ট ভালোভাবে পর্যালোচনার পরেই সিবিআইয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে গরু পাচার কাণ্ডে সপ্তমবারের জন্য নোটিশ দেওয়া হবে না কি চার সপ্তাহ অপেক্ষা করা হবে।

শুক্রবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। তিনি চিনার পার্কের আবাসনে ওঠেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সিবিআইয়ের তরফে জোড়া নোটিশ পাঠানো হয়। গরু পাচার কাণ্ডে শনিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রবিবার বিকেল ১১টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সিবিআইয়ের তলবের পরেই অনু্ব্রত মণ্ডলের চিনার পার্কের বাড়িতে বিকেল ৫টা ১৫ নাগাদ তাঁর আইনজীবী প্রবেশ করেন। এর ঠিক এক ঘণ্টা পরেই অনুব্রত মণ্ডল সিবিআইকে ইমেল মারত হাজিরা দিতে না পারার কথা জানায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + twelve =