কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে কুমন্তব্য করেছিলেন ইউটিউবার রোদ্দুর রায়। তার জেরেই আজ গোয়া থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ কয়েক দিন আগে থেকেই তাঁর নামে একাধিক অভিযোগ আসছিল। সম্প্রতি মমতা-অভিষেককে নিয়ে করা তাঁর একটি ভিডিও বিরাট ভাইরাল হয়। তারপর একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। যার জেরেই এই গ্রেফতারি। কিন্তু এই ঘটনা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি জানতে চেয়েছেন, রবীন্দ্রনাথ বা অন্য কোনও মণীষীদের থেকে মমতা-অভিষেক বড় কিনা।
আরও পড়ুন- ‘মরে গেলেও বাংলা ভাগ করতে দেব না’, উত্তরবঙ্গে দাঁড়িয়ে হুঙ্কার মমতার
ফেসবুকে অনুপম লিখেছেন, ”কবিগুরু রবীন্দ্রনাথ বা অন্যান্য মনীষীদের কে নিয়ে যখন অশ্রাব্য গালিগালাজ এবং কুমন্তব্য করে ছিলেন তখন রোদ্দুর রায় কে গ্রেফতার করার প্রয়োজন বোধ করেনি পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু মাননীয়া এবং ছোট মালিক কে নিয়ে ‘নিজের মধুর বাণী’ মুড়িয়ে দু-চার কথা স্পষ্ট ভাষায় বলতেই, চিরুনি তল্লাশি করে গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রায় অর্থাৎ বাঙালি মনীষী বা মহাপুরুষ বা বাঙালি সেন্টিমেন্ট চুলোয় যাক, মোদ্দা কথা হল, এই দু’জন ব্যক্তির স্থান হল সবার ওপরে।” এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা। তিনি আরও বলেন, ”সংক্ষেপে আমার প্রশ্নটা খুব পরিষ্কার, বাক-সংযম হীন রোদ্দুর রায়ের গ্রেফতারি টা তখন প্রয়োজন বোধ হয়নি যখন তিনি রবীন্দ্রনাথ বা অন্যান্য মনীষীদের নিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করেছিলেন বা করে থাকেন কিন্তু আপনাকে বা আপনার ভাইপোর দিকে আঙুল তুলতেই সে গ্রেফতার!”
সম্প্রতি রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে লাগাতার অশালীন মন্তব্য করার গুরুতর অভিযোগ ছিল রোদ্দুরের বিরুদ্ধে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার পর মুুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন রোদ্দুর রায়। একই সঙ্গে তাঁর নিশানায় একে একে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, এমনকি রূপঙ্কর বাগচীও। তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর তোলপাড় হয়।
