কী করত জানা নেই! মেয়ের ‘কীর্তি’তে হতবাক অর্পিতার মা

কী করত জানা নেই! মেয়ের ‘কীর্তি’তে হতবাক অর্পিতার মা

কলকাতা: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ও গ্রেফতার হয়েছে। তাঁর ফ্ল্যাট থেকেই বিপুল অর্থ, সোনা, জমির দলিল, সরকারি খাম, সব উদ্ধার হয়েছে। কিন্তু এই ব্যাপারে তাঁর মা কিছুই জানেন না বলে দাবি। অর্পিতার বাড়ি থেকে প্রায় ২১ কোটি টোকা উদ্ধার হয়েছে! সঙ্গে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার সোনা। কিন্তু আয়ের নিরিখে এত টাকার হিসেব মিলছে না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন যে কী ভাবে এত টাকা পেল সে।

আরও পড়ুন- ‘এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না’, পার্থর গ্রেফতারি নিয়ে বললেন বিমান

ইডি জানিয়েছে, অর্পিতার একাধিক বহুমূল্য সম্পত্তি রয়েছে। ৩ থেকে ৪ টে ফ্ল্যাট, নিজের বাড়ি। তবে তাঁর মায়ের বক্তব্য, মেয়ের উপার্জনের ব্যাপারে তিনি বেশ কিছুই জানেন না। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, মডেলিং করতেন মেয়ে। ওড়িশার বেশ কিছু সিনেমা অভিনয় করেন। প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। দিনদুয়েক আগেও বাড়িতে এসেছিলেন। কিন্তু এর বাইরে সে কী করত তা তাঁর জানা নেই। এদিকে ইডি জানিয়েছে, দক্ষিণ কলকাতার ফ্ল্যাট ছাড়াও অর্পিতার বেলঘরিয়ায় দুটি ফ্ল্যাট আছে, যেখানে তাঁকে কিছুদিন আগে পর্যন্ত দেখা যেত বলে স্থানীয়রা দাবি করেছে। এছাড়া দেওয়ানপাড়াতেও একটি বাড়ি রয়েছে তাঁর। সেই বাড়িতে এখন তাঁর মা এবং অন্য আত্মীয়েরা থাকেন।

অর্পিতার ফ্ল্যাট থেকে মোট ২১.২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে, পাশাপাশি কলকাতা এবং শহরতলিতে অর্পিতার প্রায় ৮টি ফ্ল্যাটের হদিশ মিলেছে। আরও জানা গিয়েছে, যে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে পাওয়া গিয়েছে উচ্চ শিক্ষা দফতরের খাম! ইডি আরও জানিয়েছে, বেশ কিছু জমির দলিল পর্যন্ত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 1 =