কলকাতা: সোমবার ১৫ আগস্ট। তবে আগে থেকেই স্বাধীনতার ৭৫ বছর পূর্তি পালন করছে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষিতেই ‘আজাদী কা অমৃত মহোৎসব’-এর মাধ্যমে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু রাজ্যে এসে সেই পতাকাই উত্তোলন করতে পারলেন না কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আর এর জন্য রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।
আরও পড়ুন- বাড়িতে ঝুলছে তালা, ‘দুর্গা পুজোয় আসবে তো কেষ্ট?’ সংশয়ে অনুব্রতর গ্রামবাসীরা
পশ্চিম মেদিনীপুর জেলার কেন্দ্রীয় সংশোধনাগারে পতাকা উত্তোলন করতে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। কিন্তু এসে তিনি জানতে পারেন যে রাজ্যের তরফে কোনও কিছুই জানানো হয়নি জেলকে। তাই সেখানে পতাকা উত্তোলন করতে পারেননি তিনি। বাধ্য হয়েই শিক্ষা প্রতিমন্ত্রীকে ফিরে যেতে হয়েছে। এই কারণে তিনি আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। তাঁর কথায়, এইভাবে রাজ্য প্রশাসন স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছে, তাঁদের অশ্রদ্ধা করেছে। কেন্দ্রীয় মন্ত্রীর আরও অভিযোগ, এখানে জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল। মুখ্যসচিব এবং শিক্ষা দফতরকে চিঠি দিয়ে জানানও হয়েছিল। কিন্তু রাজ্য তারপরেও কোনও ব্যবস্থা নেয়নি। সংশোধনাগারে রাজ্যের অনুমোদন না আসার ফলে জাতীয় পতাকা উত্তোলন করা সম্ভব হয়নি।
যদিও ঠিক ভাবে অনুমতি নেওয়া ছিল কিনা সেই প্রশ্ন তুলে সুভাষ সরকারকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস। তাঁদের বক্তব্য, আগে জেল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি বা আমন্ত্রণ ছাড়া দুম করে সেখানে ঢোকা যায় না। কেউ ঢুকতে পারে না। তাই পতাকা তোলা হবে বললেই তোলা যায় না। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, অভিযোগের কোনও ভিত্তি নেই। ১৫ আগস্ট প্রথা মেনেই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হবে।
