অগ্নিমিত্রার বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল, বচসায় জড়ালেন কেয়া

অগ্নিমিত্রার বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল, বচসায় জড়ালেন কেয়া

কলকাতা: রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থীদের নিয়ে উত্তাপ বাড়ছে সময় যত এগোচ্ছে। বালিগঞ্জের বিজেপির মুখ কেয়া ঘোষ এবং আসানসোলের প্রার্থী অগ্নিমিত্রা পলকে নিয়ে সকাল থেকে উত্তেজনা। একদিকে যেমন তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে, অন্যদিকে তৃণমূলও পাল্টা অভিযোগ করছে। ইতিমধ্যেই অগ্নিমিত্রার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে ঘাসফুল। অন্যদিকে, কেয়া বচসায় জটিয়েছেন নিজের কেন্দ্রে।

আরও পড়ুন- ‘দেবাংশুকে তৃণমূলে এনেছেন’, বলতেই ফাঁসলেন ‘তৃণমূলের মিডিয়া মুখপাত্র’

সশস্ত্র নিরাপত্তা রক্ষী নিয়ে ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগ তুলে আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে নালিশ জানিয়েছে। যদিও এর আগেই বড় অভিযোগ তুলে কমিশনের দারস্থ হয়েছিলেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ ছিল, আসানসোলের একাধিক বুথে রাজ্য পুলিশ রয়েছে। বিভিন্ন বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তারা। ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের বহর শুরু হয়ে গিয়েছে।

এদিকে, উত্তাপ ছড়িয়েছে বালিগঞ্জেও। বিজেপির পোলিং এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে সরব হয়েছেন প্রার্থী কেয়া ঘোষ। একই সঙ্গে তিনি এও অভিযোগ করেছেন যে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুটি বুথের ভিতরে পুলিশ রয়েছে। পাঠভবন এবং মডার্ন হাফ স্কুলের ভিতরে দেখা গিয়েছিল কলকাতা পুলিশকে। পাশাপাশি তিনি জানান, বালিগঞ্জের ১৭৪ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। প্রিসাইডিং অফিসার তাকে বসতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন কেয়া। তাঁর কথায়, দলদাসের মতো কাজ করছেন প্রিসাইডিং অফিসার। সেখানেই সাময়িক বচসায় জড়ান বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =