‘বিজেপি নেতারা আসেন, ছবি তুলতে চলে যান’, কর্মী পরিবারের বিক্ষোভের মুখে নেতা

‘বিজেপি নেতারা আসেন, ছবি তুলতে চলে যান’, কর্মী পরিবারের বিক্ষোভের মুখে নেতা

কৃষ্ণনগর: মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপির কর্মীরা৷ নেতৃত্বে দলের রাজ্য যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ। পরে থানায় ডেপুটেশন এবং গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। প্রসঙ্গত দিন কয়েক আগে নদিয়ার নবদ্বীপের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমুল কাউন্সিলারের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। সেই রাতেই ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় অভিযুক্ত ৩ জনকে।

আজ তাদের বাড়িতে দেখা করতে যাওয়ার আগে নবদ্বীপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ সহ বিজেপি কর্মীরা। পরে থানায় ডেপুটেশন দিয়ে গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের পরিবারের সাথে দেখা করতে যান। সেখানেই কার্যত অভিযুক্তের পরিবারের ক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁকে। পরিবারের তরফ থেকে জানানো হয়, শুধুমাত্র বিজেপি করার কারণে তাদের ছেলেকে মিথ্যা মামলায় তৃণমুল কংগ্রেসের লোকেরা পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছে। কিন্তু যে বিজেপি করার জন্য তাকে আজকে জেলে থাকতে হচ্ছে মিথ্যে মামলায়, সেই বিজেপির নেতারা শুধুমাত্র আসে কয়েকটা ছবি তুলে চলে যায়। আর কোনও ব্যবস্থা নেয় না। এমনকি কোনও খোঁজও নেন না তাঁরা। তার পরিবার দিন গুনছে কবে তারা তাদের নির্দোষ ছেলেকে ঘরে ফিরে পাবে।

এ বিষয়ে বিজেপি যুব নেতা ইন্দ্রনীল খাঁ বলেন, গোটা রাজ্য জুড়ে খুন এবং মিথ্যা মামলা দেওয়ার একটা প্যাটার্ন চলছে। যেখানে বিজেপি বুথ কর্মী এবং সক্রিয় কর্মীদের টার্গেট করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। যাতে ভয় পেয়ে বিজেপি না করে সেই কারণে তাদেরকে মিথ্যা মামলা এবং খুনের হুমকি দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =