কলকাতা: বিজেপির নবান্ন অভিযান নিয়ে শেষ কয়েকদিনে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তার শুনানিও হয়েছে। এবার আরও এক নতুন মামলা দায়ের হল। যার শুনানি শুক্রবারই। অভিযোগ তোলা হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে নবান্ন অভিযানে যাওয়া বিজেপি কর্মী, সমর্থকদের। এই প্রেক্ষিতেই প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আরও পড়ুন- সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী বঙ্গে, পজিটিভিটি রেটও বাড়ল
আদালতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নবান্ন অভিযানকে কেন্দ্র করে বহু বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাদের সবার বিরুদ্ধেই অযথা মিথ্যে কেস দেওয়া হয়েছে। তাই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই মামলায়। হাইকোর্টে মামলার শুনানিতে এই ইস্যুতে রাজ্যের রিপোর্ট তলব করা হয়েছে। এমনই নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চের। বিজেপি পক্ষের আইনজীবী সুবীর সন্যাল ও লোকনাথ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে জানান, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নবান্ন অভিযানে যাওয়া ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থকদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় আদালতে জানান, পুলিশ তথ্য প্রমাণ (সিসিটিভি ফুটেজ) সমেত মামলা দায়ের করবে।
বিজেপির বিরুদ্ধে আরও অভিযোগ করে বলা হয়েছে, বড়বাজার এলাকায় অন ডিউটিতে থাকা পুলিশ আধিকারিকদের ওপর হামলা চালান হয়েছে, তাতে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত। জানান হয়েছে, ভিডিও ফুটেজ সমস্ত সংবাদমাধ্যমে দেখিয়েছে পুলিশ; ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁকে আক্রমণ করা হয়। পুলিশের পক্ষ থেকে আদালতে একটি রিপোর্ট এবং ভিডিও ফুটেজও জমা দেওয়া হয়েছে। সেই ফুটেজ দেখে রাজারহাট থেকে গ্রেফতার করা হয়েছে। তবে আর কোথায় কোথায় পুলিশ বিজেপির কর্মী, সমর্থকদের গ্রেফতার করেছে তাও রাজ্যের রিপোর্টে উল্লেখ করতে হবে বলে আদালতের নির্দেশ। আগামী সোমবার দুপুর ১২টায় ফের এই মামলার শুনানি।