কলকাতা: মহরমের দিনেই বিজেপি মিছিল করতে চায়। তার অনুমতি পাওয়া যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট বিজেপির এই মিছিলের অনুমতি দিয়েছে বলেই জানা গিয়েছে। মহরমের দিনেই হবে বিজেপি মিছিল। অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।
এদিন আদালত জানিয়েছে, আগামী ৯ আগস্ট, মহরমের দিন তমলুক জেলখানা মোড় থেকে শহিদ বেদি পর্যন্ত মিছিল করতে পারে বিজেপি শিবির। কিন্তু তার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, সকাল ৯ থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই মিছিল করতে পারবে বিজেপি। সময়ের লঙ্খন করা চলবে না। এর আগে ২১ জুলাই শহিদ দিবসের দিন তৃণমূলের সভা থাকায় বিজেপির মিছিল, সভা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে সভার অনুমতি দিলেও শেষে বিজেপি সেই সভা করেনি। বলা হয়েছিল, আদালতের শর্ত সভা করার পক্ষে ছিল না। কিন্তু মহরমের মিছিলের ব্যাপারে কিন্তু আগেই অনুমতি দিয়েছে হাইকোর্ট।
