কলকাতা: রামনগরের তৃণমূল বিধায়ক তথা কারা প্রতিমন্ত্রী অখিল গিরির একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিওতে তাঁকে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করতে শোনা যাচ্ছে। বিজেপির তরফ থেকে এই ভিডিও টুইট পর্যন্ত করা হয়েছে। এবার জানা গেল, রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্যের জেরে অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে নালিশ বিজেপির। এদিকে এই ঘটনার প্রতিবাদে পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি, প্রতিবাদ মিছিলের ভাবনাও নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জাতীয় মহিলা কমিশনকে চিঠি লেখেন।
আরও পড়ুন- চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে বসার অনুমতি হাইকোর্টের, আছে শর্ত
আসলে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়ে রাষ্ট্রপতি প্রসঙ্গে মন্তব্য করে বসেন অখিল গিরি। তাঁকে ভিডিওতে বলতে শোনা যায়, ”আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?” ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায় রাজ্যের সর্বত্র। বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার আদিবাদী বিরোধী। বিজেপি নেতা অমিত মালব্য থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সকলেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই ইস্যুতে।
Loading tweet…
এদিকে জানা গিয়েছে, তৃণমূল নেতার পদত্যাগের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। এমনকি থানায় অখিল গিরির বিরুদ্ধে মামলা করা হয়েছে। যদিও খবর, নিজের মন্তব্যের জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন রাজ্যের মন্ত্রী। তাঁর কথায়, শুভেন্দু অধিকারীর কটাক্ষের পাল্টা জবাব দিতে চেয়েছিলেন তিনি। রাষ্ট্রপতিকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না।