কলকাতা: ২১ সালে বিধানসভা নির্বাচনের পর বাংলায় আর যে ক’টা নির্বাচন হয়েছে প্রত্যেকটিতে হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে। মনে রাখা বা গর্ব করার মতো কোনও ফল করেনি তারা। উপনির্বাচন থেকে শুরু করে পুরসভা ভোট, সবেতে তৃণমূল কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়েছে গেরুয়া বাহিনী। তবে বাংলা ছাড়া বাকি পাঁচ রাজ্যের ভোটে যে ফল করেছে তারা তাতে বাড়তি অক্সিজেন পাওয়া গিয়েছে। স্বয়ং নরেন্দ্র মোদী দাবি করেছেন যে, এই ফল ২০২৪ লোকসভা নির্বাচনে সরাসরি প্রভাব ফেলবে। কিন্তু এখনই যদি লোকসভা ভোট হয় তাহলে বাংলায় কেমন ফল করবে বিজেপি? জেতা ১৮ আসন ধরে রাখতে পারবে তারা? গেরুয়া শিবিরের নিজেদের রিপোর্টই আশার আলো দেখাচ্ছে না।
আরও পড়ুন- বন্দুক হাতে নিয়ে ভাইরাল তৃণমূল নেতা! ছবি ঘিরে বিতর্ক
২০১৯ সালের নির্বাচনে বাংলা থেকে যে ১৮ টি আসন পেয়েছিল তারা সেই সব আসন থেকে তথ্য সঞ্চয় করছে বিজেপি। প্রতিটি জেলা থেকে রিপোর্ট নেওয়া হয়েছে। আর তাতেই ব্যাপক হতাশ হয়েছে তারা। দেখা যাচ্ছে, এখনই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে ওই জেতা ১৮ আসন তো দূর, ৯ টি আসনও দখল করতে পারবে না তারা! অর্থাৎ অর্ধেক আসন ধরে রাখতে দম পেতে হবে বঙ্গ বিজেপিকে। বাংলার পদ্ম শিবিরের অন্দরের খবর, এই রিপোর্ট সামনে আসতেই ব্যাপক অস্বস্তিতে পড়েছে বঙ্গের শীর্ষ বিজেপি নেতৃত্ব।
এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, জেলা নেতৃত্বকে চাঙ্গা করা যাচ্ছে না। তাদের মনোবল ভেঙে গিয়েছে সাম্প্রতিক ভোটের ফলাফলের পর। আবার দলে একপ্রকার ভাঙন ধরতেও শুরু করেছে। বিভিন্ন জেলা থেকে বিজেপি যা রিপোর্ট পেয়েছে তাতে দেখা গিয়েছে, কমপক্ষে ৭০ শতাংশ বুথে বিজেপি কর্মীরা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। পাশাপাশি বিজেপি উঁচু তলার নেতাদের সঙ্গে নীচু তলার নেতাদের একটা বোঝাপড়ায় অভাব দেখা দিয়েছে।