মন্ত্রী কন্যার জায়গায় চাকরি পাবেন ববিতাই, স্পষ্ট নির্দেশ আদালতের

মন্ত্রী কন্যার জায়গায় চাকরি পাবেন ববিতাই, স্পষ্ট নির্দেশ আদালতের

কলকাতা: SSC মামলায় রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার জায়গায় চাকরি দিতে হবে মামলাকারী ববিতা সরকারকে। আজ এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে তাঁকে যোগদান করাতে হবে বলে নির্দেশ। পাশাপাশি তাঁর বেতন ইস্যুতেও স্পষ্ট নিদেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- বহু সংগ্রাম করে স্নাতকোত্তর ডিগ্রি পেলেও মেলেনি চাকরি, তন্ময় এখন ‘এমএ পাশ লটারিওয়ালা’

কলকাতা হাইকোর্ট আজ আরও জানিয়েছে, আগামী ২৭ জুনের মধ্যেই ববিতাকে নিয়োগ করতে হবে। তাই আগামী ৭ দিনের মধ্যে ডিআই তাঁকে নিয়োগের যাবতীয় কাজ করবেন। ৩০ জুন যাতে চাকরিতে যোগদান করতে পারেন ববিতা তা নিশ্চিত করবেন ডিআই, এমন নির্দেশ আদালতের। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যার চাকরি বাতিল করেছে হাইকোর্ট। কারণ প্রাথমিক মেধা তালিকায় মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর নাম না থাকলেও পরে তাঁর নাম ২১ নম্বর থেকে সোজা এক নম্বর আনা হয়। ববিতার মেধা তালিকায় ২০ নম্বরে নাম ছিল। সে চলে যায় ২১ নম্বরে। তাই আদালত তাঁকে চাকরি দেওয়ার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব দিয়েছে।

উল্লেখ্য, আদালতের নির্দেশে চাকরির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বেতনের সমস্ত টাকা ফেরত দিতে হবে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে৷ সেই নির্দেশ মতো প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজারের কিছু বেশি টাকা আদালতে জমা দিয়েছেন অঙ্কিতা৷ আগামী ৭ জুলাই দ্বিতীয় কিস্তির টাকা তাঁকে জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 1 =