বনধে কোনও প্রভাব পড়ল না বারাকপুর শিল্পাঞ্চলে

বনধে কোনও প্রভাব পড়ল না বারাকপুর শিল্পাঞ্চলে

 

বারাকপুর: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ তেমন কোনও প্রভাব পরতে দেখা গেল না বারাকপুর শিল্পাঞ্চলে। অন্যান্য দিনের মতো সচল রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কল কারখানাগুলি। মিল শ্রমিকদের রোজকার মত আজ মিলে কাজ করতে যেতে দেখা গেল। বছরের বেশির ভাগ সময় এই জুট মিলগুলি বন্ধ থাকে, তাই রাজনৈতিক দলের ডাকা বনধ এ সেই ভাবে প্রভাব পড়ে না । অপর দিকে দোকান বাজার স্বাভাবিক রয়েছে অন্যান্য দিনের মতো।

বস্তু, রবিবারের ভোটে সবচেয়ে বেশি গণ্ডগোল হয়েছিল ভাটপাড়া, গারুলিয়া কামারহাটিতে। তাই এই সমস্ত পৌর এলাকায় যাতে এর প্রভাব না পরে তার জন্য সচেষ্ট থাকতে দেখা গেল শাসক দলকে। বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধ ব্যর্থ করতে পথে নামতে দেখা গেল তৃণমূল নেতাদের।  জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে জগদ্দল এলাকায় মিছিল করে বনধের বিরোধিতা করা হয়। এদিন বিধায়ক দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের বলেন, যে তৃণমূল সরকার আর প্রশাসন আছে৷ তাই নিশ্চিন্তে দোকান পাঠ খোলা রাখুন। এদিন শিয়ালদহ মেন লাইনের রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি, পুলিশকে ব্যবহার করে শাসক যা খুশি তাই করেছে ববিবারের ভোটে৷ এমনকি মানুষের প্রতিবাদের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে এভাবে৷ তার দাম আগামীদিনে শাসকদলকে পোহাতে হবে বলেই দাবি করেছেন তাঁরা। শাসকের তরফে অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করা হয়েছে, মানুষ ওদের সঙ্গে নেই তো আমরা কি করব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 16 =