কলকাতা: ২১ জুলাইয়ের শহিদ মঞ্চে তিনি যখন বক্তব্য রাখছেন, তখন তুমুল বৃষ্টি৷ বৃষ্টি মাথায় নিয়েই বিজেপি’র বিরুদ্ধে সুর চড়ালেন কলকাতার মেয়র তথা রাজ্যেপ মন্ত্রী ফিপহাদ হাকিম৷ তাঁর হুঙ্কার, বাংলার মঞ্চে দাঁড়িয়ে বিজেপি বলেছিল ভাগ মমতা ভাগ৷ বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে৷ বাংলার মানুষ বলেছে ভাগ মোদী ভাগ, ভাগ অমিত শাহ ভাগ, ভাগ শুভেন্দু ভাগ৷ বিজেপিকে ভাগিয়ে ছেড়েছে বাংলার মানুষ৷ আজ নেত্রী আবার আহ্বান করবে৷ ২৪-এ দিল্লি থেকে উৎখাত করা হবে বিজেপি৷ বাংলা থেকে হবে সেই শুরু৷ আমরা বলব ‘ভাগ বিজেপি ভাগ’৷
আরও পড়ুন- ২১-এর শহিদ মঞ্চে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, করতালিতে ফেটে পড়ল ধর্মতলা
এদিন ফিরহাদ আরও বলেন, অনেক রকম আবেগ নিয়ে খেলা চলছে৷ ওরা বলছে, আদিবাসী নেত্রীকে রাষ্ট্রপতি প্রার্থী করেছি৷ ফিরহাদের কথায়, ‘‘পরিবারের একজনকে পায়েস দেওয়া হচ্ছে আর বাকি সদস্যরা না খেয়ে মরছে৷ এতে আদতে সেই পরিবারের কোনও উপকার হয় না৷ আদিবাসী উন্নয়ন, পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আসতে হবে৷ জঙ্গলমহলের উন্নয়ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে আদিবাসী উন্নয়ন কাকে বলে৷ বাংলাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, যেখানে আমরা গর্ব করে বতে পারি, সকল দেশের রানি সে যে আমার বঙ্গ ভূমি৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>