কলকাতা: দুর্গাপুজোয় আনন্দে মেতেছে সকলেই। কিন্তু এই সকলের মধ্যে ছিল না তারা। চাকরির জন্য যারা আজও আন্দোলনে বসে সেই চাকরিপ্রার্থীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাবেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত। পুজো শুরুর আগে রাজ্য সরকারের তরফ থেকে তাদের আন্দোলন তুলে নিয়ে বাড়ি ফেরার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে বরফ গলেনি। পুজোর মধ্যেও তাদের আন্দোলন চলেছে, এখনও চলবে। এই আবহে তাদের সঙ্গে এবার দেখা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা দিলেন তিনি।
আরও পড়ুন: ৬ নম্বরে পার্থর নাম, নিয়োগ মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই
তাঁদের আন্দোলন ৫৭০ দিনে পড়েছে। কিন্তু সমস্যার সুরাহা কবে হবে এখনও কেউ জানে না। এই অবস্থায় আজ, দশমীর দিন এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে তাদের মিষ্টিমুখ করালেন বামফ্রন্ট চেয়ারম্যান। এদিন এসএসসি চাকরিপ্রার্থীদের কাছে মিষ্টি নিয়ে হাজির হন বিমান বসু। তারপর তাদের আশ্বাস দিয়ে বলেন, যোগ্যতা দিয়েই তারা সকলে চাকরি পাবেন, আশাহত হওয়ার কিছু নেই। তবে তারা কেউ একা নয়, তাদের লড়াইয়ে সিপিএম পাশে আছে। কিছুদিন আগে ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তিনি সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন।
তবে আগেই জানা গিয়েছে, ইতিমধ্যেই ১ হাজার ৫৮৫ জন চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে এসএসসি। পুজো মিটে গিয়েছে, এবার প্রক্রিয়া শুরু হবে। এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল ২০১৬ সালে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। যোগ্য চাকরিপ্রার্থীরা এসএসসির ওয়েবসাইট থেকে পার্সোনালিটি টেস্টের জন্য ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। ১৪ অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইটে তা পাওয়া যাবে। চাকরিপ্রার্থীদের সব প্রয়োজনীয় নথির অরিজিনাল এবং ফটোকপি করিয়ে নিয়ে ইন্টারভিউয়ের জন্য আসতে বলা হয়েছে।