উপ-প্রধানের বাড়ির সামনে বোমাবাজি, প্রশ্নের মুখে আইন-শৃঙ্খলা!

উপ-প্রধানের বাড়ির সামনে বোমাবাজি, প্রশ্নের মুখে আইন-শৃঙ্খলা!

 

হালিশহর: এবার হালিশহরে উপ পৌর প্রধানের বাড়ির সামনে বোমাবাজি দুষ্কৃতীদের৷ যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হালিশহর পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের খাসবাটি এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান বাসিন্দারা৷ পুলিশ অবশ্য আশ্বাস দিয়েছে যে দ্রুত এলাকাকে দুষ্কৃতী মুক্ত করা হবে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর রাতে এক দল দুষ্কৃতী আসে এবং উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের বাড়ির সামনে বোমাবাজি করে৷ সাত সকালে পাখির ডাকের পরিবর্তে এভাবে বোমার আওয়াজ, বারুদের পোড়া গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷  কি কারণে এই বোমাবাজি তার তদন্ত করছে বীজপুর থানার পুলিশ৷ তবে এই গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুভঙ্করবাবু অভিযোগ করেন. যে তিনি বারবার এলাকার দুষ্কৃতীদের তোলাবাজি করার বিরোধিতা করে এসেছেন। আগামী দিনেও তিনি এটা আটকাবেন৷ আর তাই তাকে বাধা দিতে ভয় দেখানোর জন্য এই বোমাবাজি করছে দুষ্কৃতীরা।

এদিনের এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে যান কাঁচার পাড়ার পৌর প্রধান কমল অধিকারী৷ পরে পুরপ্রধান বলেন, ‘‘দুষ্কৃতীরা যেই হোক না কেন, পুলিশ তাদের গ্রেফতার করবে৷ কোনও অবস্থাতেই এলাকায় দুষ্কৃতীরাজকে আমরা বরদাস্ত করব না৷’’ পুলিশও জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =