সিবিআই মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, আপাত স্বস্তি অনুব্রতর

সিবিআই মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, আপাত স্বস্তি অনুব্রতর

কলকাতা: সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস নেতা এবং গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের মামলার শুনানি পিছিয়ে গেল। ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। কিন্তু সেই মামলার শুনানি এক সপ্তাহের জন্য পিছিয়ে গিয়েছে। সোমবার বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি বিভি নাগারত্নের ডিভিশন বেঞ্চ আগামী ১৮ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় আগেই কলকাতা হাইকোর্ট অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছিল।

আরও পড়ুন- পুজো সংখ্যার ক্রেজ কি কমে গিয়েছে বাঙালি পাঠক মহলে? সার্বিক ভাবে সাহিত্য চর্চা কি কমেছে?

গত ফেব্রুয়ারি মাসে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে একাধিকবার তলব করা সত্ত্বেও তিনি হাজিরা দেননি। পরে গ্রেফতারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানে অনুব্রত আর্জি জানান যে, সিবিআইকে সবরকম সহযোগিতা তিনি করবেন। পরে আদালত তাঁকে রক্ষাকবচ দিয়ে জানায় যে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না। এরপর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করে সিবিআই। সেই শুনানিই এবার এক সপ্তাহের জন্য পিছিয়ে গেল। তবে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর ভোট পরবর্তী হিংসা মামলাতেও যে তাঁর চিন্তা বাড়তে শুরু করছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

এদিকে গত শুক্রবার গরু পাচার মামলায় আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলের নামে ৩৫ পাতার চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, ওই চার্জশিটে সাক্ষী হিসাবে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে৷ তার মধ্যে ৪৬ নম্বরে রয়েছে সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ের নাম। ১৬০ নং ধারায় নোটিস পাঠানো হয়েছিল বীরভূমের সাংসদকে। ১৬১ নং ধারায় শতাব্দীর বয়ান রেকর্ড করে কেন্দ্রীয় সংস্থা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =