কলকাতা: এসএসসি মামলা সংক্রান্ত ইস্যুতে বাগ কমিটির গুরুত্বপূর্ণ নথি পেতে কলকাতা হাইকোর্টে আবেদন করল সিবিআই। অভিযোগ তোলা হয়েছে, আদালতের নির্দেশের পরেও তাদের হাতে আসেনি প্রাক্তন বিচারপতি কমিটির রিপোর্ট এবং গুরুত্বপূর্ণ নথি গুলি। আজ মুখ বন্ধ খামে এই নথি পেতে আবেদন জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে, দুটি ট্রাঙ্কে ভর্তি অভিযোগ পত্র পড়ে রয়েছে। কিন্তু সেগুলি এখনও পায়নি সিবিআই। আগামীকাল প্রাক্তন বিচারপতি বাগের কমিটির অফিসে যাবে তারা। সমস্ত রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেবে কমিটি সদস্যরা। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- ২০১৬-র পর হয়নি পরীক্ষা, কবে হবে জানা নেই, দুর্নীতির কাঁটায় বিদ্ধ এসএসসি
শিক্ষক নিয়োগে দুর্নীতির মোট সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু ডিভিশন বেঞ্চে মামলাগুলি স্থগিত হয়ে যায়। পরে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় অনুসন্ধানের জন্য। তবে আবার এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলে বাগ কমিটির কাছে ভুয়ো নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথি চায় সিবিআই। এখন অভিযোগ এই তথ্যই তারা সম্পূর্ণ পাচ্ছে না।
এর আগে গ্রুপ ডি মামলায় রিপোর্ট পেশ করে বাগ কমিটি আদালতে জানিয়েছিল যে, ৬০৯ টি ভুয়ো সুপারিশ পত্র দেওয়া হয়েছিল। নিয়ম অনুসারে, সুপারিশ পত্রের হিসাব রাখার জন্য আলাদা রেজিস্ট্রার ছিল। কিন্তু চেয়ারম্যানকে না জানিয়েই এই সুপারিশ পত্র দেওয়া হত। এই নিয়োগপত্র গুলি পর্ষদের অফিস থেকে না দিয়ে এসএসসির নবনির্মিত ভবন থেকে দেওয়া হয়েছে। ফলে চাপ বেড়েছে রাজ্য সরকারের। আরও দাবি করা হয়েছিল, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এই ভুয়ো সুপারিশপত্র তৈরি করেছেন। এছাড়াও নাম উঠে এসেছিল একাধিক এসএসসির কর্মী-আধিকারিকের। যারা যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রতারণা এবং ভুয়ো নথি বানানোর অভিযোগে এফআইআর দায়ের করা উচিত বলেই আবেদন জানান হয়েছিল আদালতে।