নিয়োগ দুর্নীতি নিয়ে বড় তথ্য সিবিআইয়ের হাত, এসএসসি দফতরে তল্লাশিও

নিয়োগ দুর্নীতি নিয়ে বড় তথ্য সিবিআইয়ের হাত, এসএসসি দফতরে তল্লাশিও

কলকাতা: এসএসসি গ্রুপ সি নিয়োগে চাঞ্চল্যকর তথ্য এসেছে সিবিআই-এর হাতে। ৩৮১ জন ভূয়ো নিয়োগ করা হয়েছে বলে তথ্য জমা পড়েছে। জানা গিয়েছে, পরীক্ষায় না বসেই গ্রুপ সি পদে চাকরি পেয়েছেন অনেকে। এদিকে আজ সিবিআই-এর আবেদনে সাড়া দিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলাকারীর পক্ষে তিন জন নিজাম প্যালেসে নথি জমা দিতে আসেন।

আরও পড়ুন- ‘দুর্নীতি’-র পাকে SSC! অস্বচ্ছতা রুখতে পরীক্ষা পদ্ধতিতেই বড় বদল আনতে চলেছে কমিশন

আসলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি নিয়ে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটিই আদালতে রিপোর্ট জমা দিয়ে বলেছিল যে, ৩৮১ জনের ভুয়ো নিয়োগ হয়েছে। সেই তথ্য এখন হাতে এসেছে সিবিআই-এর কাছে। অভিযোগ, মেধা তালিকার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই ৩৮১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এসএসসির অফিস থেকেই পাঠানো হয়েছিল সুপারিশ পত্র। তবে এখন এই এসএসসি নিয়ে মামলা আরও জটিল হয়েছে। সরাসরি জড়িয়ে পড়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারী। ইতিমধ্যে একাধিক বার তাদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আজ নিজাম প্যালেসে নিয়োগ দুর্নীতির মামলাকারীর পক্ষে যারা আসেন তারা যে যে নথি জমা দিয়েছেন তার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নিয়োগ দুর্নীতির মামলাটিও।

আরও বড় বিষয় হল, এসএসসি দফতর থেকে প্রচুর নথি, ফাইল ও ৮-১০ টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে সিবিআই। এই প্রথম এসএসসি দফতরের নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই। সূত্রের খবর, শনি ও রবিবার সিল খুলে সিবিআই অফিসাররা তল্লাশি চালান। সব ফরেন্সিক দফতরে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − six =