কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সংসদ সভাপতিকে বড় নির্দেশ দেওয়া হল। ঘণ্টা দুয়েকের মধ্যে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। একই সঙ্গে এও জানান হয়েছে যে, তাঁকে গোয়েন্দাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। তা যদি না করা হয় তাহলে সিবিআই চাইলে তাঁকে হেফাজতে নিতে পারবে।
আরও পড়ুন- ‘পাপ করবে বিজেপি, কষ্ট করবে জনগণ?’ হিংসা নিয়ে কড়া টুইট মমতার
এদিন আদালত স্পষ্টভাবে জানিয়েছে, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে বিকেল সাড়ে ৫টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। সভাপতি ছাড়াও সংসদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচিকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে। কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই৷ এফআইআর-এ উল্লেখ করা হয়েছে প্রাথমিক শিক্ষা দফতরের কর্মী চন্দন মণ্ডলের নাম৷
অভিযোগ ছিল, মোটা টাকার বিনিময়ে প্রভাব খাটিয়ে বেশ কিছু প্রার্থীকে প্রাথমিকে চাকরি দেওয়া হয়েছে৷ কিন্তু প্রশ্ন উঠেছে কে এই চন্দন মণ্ডল। ার বড় অভিযোগ, ৫০ হাজার টাকার বিনিময়ে তৃণমূলের সদস্য হয়েছিলেন চন্দন৷ পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে শাসকদলে যোগ দিয়েছিলেন৷ এও দাব করা হয়েছে, আগে নাকি চাকরি পাওয়ার জন্য ৪-৫ লক্ষ টাকা দিতে হত৷ এখন ১১ লক্ষ টাকা দিতে হয়৷