কলকাতা: আজই হাজিরা দিতে হবে এসএসসি প্রাক্ন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও কমিটির সদস্য অলক কুমার সরকারকে৷ চাইলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই৷ এমনই নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ৷ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ আপাতত স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ৷
আরও পড়ুন- কলকাতার পথে রওনা অনুব্রতর, বুধে CBI দফতরে হাজিরা দেবেন? জল্পনা তুঙ্গে
বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আজই এসএসসি উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অলক কুমার সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর সামনে হাজির হতে হবে৷ এই নির্দেশের কোনও অন্যথা করা চলবে না৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অংশের উপর হস্তক্ষেপ করেছে সেটা হল, হেফাজতে নেওয়ার বিষয়টি৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ আজ তার নির্দেশে জানিয়েছিল, চাইলে এসপি সিনহা ও অলক কুমার সরকারকে হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই হেফাজতে নেওয়ার বিষয়টুকুর উপরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে৷ অর্থাৎ জিজ্ঞাসাবাদ করলেও এসএসসি কমিটির এই দুই সদস্যকে কোনও ভাবেই হেফাজতে নেবেন না৷ ফলে ডিভিশন বেঞ্চে কিছুটা হলেও স্বস্তি পেলেন সিনহা ও সরকার৷
মঙ্গলবার সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় নির্দেশ দেওয়ার পরেই ডিভিশন বেঞ্চে যান এসপি সিনহা ও অলক কুমার সরকার৷ চারটি ডিভিশন বেঞ্চ ঘোরার পর সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেন৷ তবে বেঞ্চ সাফ জানায়, সিবিআই তদন্তের উপর কোনও রকম স্থগিতাদেশ তারা দেবেন না৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>