বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি হুলিয়া! আত্মসমর্পণ করার নির্দেশ

বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি হুলিয়া! আত্মসমর্পণ করার নির্দেশ

35a47be1a9ffc8bca2a5e5d301e6d6c3

কলকাতা: আরও বিপাকে কয়লা ও গরুপাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্র। তার বিরুদ্ধে হুলিয়া জারি করেছে সিবিআই। আগামী ২০ জুনের মধ্যে বিনয় মিশ্রকে আদালতে আত্মসমর্পণ করতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দেশের ফিরতে তৈরি জানিয়েও একগুচ্ছ শর্ত রেখেছিলেন বিনয়। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়েছিল সিবিআইয়ের তরফেই। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। কারণ বিনয় মিশ্র দেশেই নেই। কিন্তু তাকে গ্রেফতার করার সুযোগ কোনও ভাবেই হাতছাড়া করতে রাজি নয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন- দুই নাবালক অভিযুক্তদের জামিন কীভাবে? বগটুই কাণ্ডে হলফনামা তলব

আগে বিনয় মিশ্র যে শর্ত রেখেছিল তা হল, প্রথমত, দেশে ফিরলেও তাঁকে গ্রেফতার করা যাবে না৷ এই মর্মে সিবিআই এবং ইডি-কে আদালতের কাছে প্রতিশ্রুতি দিতে হবে৷ দ্বিতীয়ত, বিনয়ের ভিসা সংক্রান্ত যাবতীয় সহায়তা করতে হবে৷ এই দুই শর্ত মানা হলেই দেশে ফিরবেন বিনয় মিশ্র৷ উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের  দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে আত্মগোপন করে রয়েছেন বিনয় মিশ্র। রেড কর্নার নোটিস জারি করার পর বিনয় দুবাইয়ে পালিয়ে যান। সেখান থেকে সোজা ভানুয়াতু। এও শোনা গিয়েছে, দ্বীপের বেশ কিছু অংশ কিনে তিনি নাগরিক হিসেবে বসবাস করছেন। বিনয় ভারতীয় দূতাবাসে নিজের পাসপোর্ট জমা দিয়ে আবেদনও জানিয়েছিলেন যে তার ভারতীয় পাসপোর্ট বাতিল করা হোক, কারণ তিনি এখন ভানুয়াতুর নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *