লালন মৃত্যুর তদন্তে সিআইডি, ভরসা রাখল হাইকোর্ট

লালন মৃত্যুর তদন্তে সিআইডি, ভরসা রাখল হাইকোর্ট

কলকাতা: সিবিআই হেফাজতে মৃত্যু বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডির ওপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এদিন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে আদালত। তাই এই ঘটনায় সিআইডি তদন্তে আপাতত কোনও বাধা নেই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চর নির্দেশে সিআইডি তদন্ত করবে।

কিছুদিন আগেই জানা গিয়েছিল, লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে। এই নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি সিআইডি আধিকারিকদের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল আদালতে। দাবি করা হয়েছিল, সিবিআইয়ের এমন আধিকারিকদের মামলায় জড়ান হচ্ছে যাদের সঙ্গে এই মামলার কোনও সম্পর্ক নেই। তবে আদালত এই মুহূর্তে সিআইডি তদন্তের ওপরই ভরসা রেখেছে। 

উল্লেখ্য, রামপুরহাটের সিবিআই অস্থায়ী ক্যাম্প থেকে লালনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। শৌচালয় থেকে এই দেহ উদ্ধারের ঘটনায় বিশাল চাপ বাড়ে সিবিআইয়ের। রাজ্যের শাসক দল মুহুর্মুহু আক্রমণ করতে শুরু করে কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপি সরকারকে। যদিও সিবিআই এই ইস্যুতে আপাতত মুখে কুলুপ এঁটেছে। এও দাবি করা হয়েছে যে, লালন আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি, সিবিআই তাকে খুন করেছে। লালনকে মারধর করা হত বলেও দাবি তোলা হয়েছে আবার ঘুষ চাওয়ার মত বড় অভিযোগও করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =