নামখানা-কাণ্ডে জনস্বার্থ মামলার আবেদন, গ্রহণ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

নামখানা-কাণ্ডে জনস্বার্থ মামলার আবেদন, গ্রহণ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

high-court-ssc-case-hearing-commission-faces-question

নামখানা: মহিলার দেহ উদ্ধার ঘিরে রহস্য নামখানায়৷ মৃত্যুর মোটিভ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। স্থানীয়দের দাবি, আতহত্যা বলে চালাতে চাইছে পলিশ৷ প্রয়োজনে দ্বিতীয় ময়নাতদন্ত করা হোক। জনস্বার্থ মামলার আবেদনও জানানো হয়েছে কলকাতা হাই কোর্টে। আবেদন গ্রহণ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানতে চায় মহিলার দেহ কবে পাওয়া গিয়েছে৷ অন্যপক্ষকে জানিয়ে মামলা করার অনুমোদন ।

আরও পড়ুন- ৫ পয়সার জাহাজ তৈরি করে চলমে দিলেন বাঁকুড়ার শিক্ষিকা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =